জ্যাক মাকে সরাতে চায় চীনা টেক জায়ান্ট অ্যান্ট গ্রুপ! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জ্যাক মাকে সরাতে চায় চীনা টেক জায়ান্ট অ্যান্ট গ্রুপ!


চীনা টেক জায়ান্ট অ্যান্ট গ্রুপ থেকে গ্রুপটির প্রতিষ্ঠাতা জ্যাক মার শেয়ার ও গ্রুপের নিয়ন্ত্রণ সরিয়ে নেয়ার উপায় খুঁজছে পরিচালনা পর্ষদ। চীনের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে গ্রুপের পরিচালনা পর্ষদের এক বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা যায়। এ সিদ্ধান্তের ফলে অ্যান্ট গ্রুপের ওপর থেকে বেইজিংয়ের নজরদারি ও নানা প্রতিবন্ধকতা শিথিল হবে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স।


নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে অ্যান্ট গ্রুপের এ বৈঠকে প্রতিষ্ঠানটিতে জ্যাক মার বিনিয়োগ ও ক্ষমতা কীভাবে নিয়ন্ত্রণ করা হবে সে ব্যাপারে একটি রূপরেখা দেয়া হয়। এর আগে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে গত নভেম্বরে অ্যান্ট গ্রুপের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে অ্যান্ট গ্রুপে থাকা জ্যাক মার সব শেয়ার চীনা সরকারের হাতে তুলে দেয়ার প্রস্তাব দেয় চীনা নিয়ন্ত্রক সংস্থা।


এ বিষয়ে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপল’স ব্যাংক অব চায়না ও চায়না ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স রেগুলেটরি কমিশনের কর্মকর্তারা কয়েক দফা আলাদাভাবে অ্যান্ট গ্রুপের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে মূলত অ্যান্ট গ্রুপ থেকে জ্যাক মার শেয়ার ও নিয়ন্ত্রণ কীভাবে সরানো যায় এসব নিয়েই আলোচনা করেছেন চীনা প্রশাসনের কর্মকর্তারা।


তবে অ্যান্ট গ্রুপের কর্মকর্তারা এ বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করছেন। অ্যান্টের একজন মুখপাত্র বলেন, এসব বৈঠকের উদ্দেশ্য কখনই জ্যাক মার শেয়ার অথবা তার নিয়ন্ত্রণ সরিয়ে ফেলা ছিল না।


তবে অ্যান্ট গ্রুপ ও জ্যাক মা কী ধরনের বিভাজন পদ্ধতিতে যাবে এ ব্যাপারে কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানতে পারেনি রয়টার্স। অ্যান্ট গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, যদি চীনা নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সম্পর্ক উন্নতির জন্য এমন কোনো সিদ্ধান্ত নিতেই হয়, তাহলে হয়তো কোম্পানি থেকে জ্যাক মার শেয়ার হস্তান্তরের মতো বিষয়টি নিয়ে ভাবতে পারে প্রতিষ্ঠানটি।


তবে অন্য একটি সূত্র জানায়, নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বৈঠকে মা জানান তিনি তার শেয়ার তার কোনো নিকটবর্তী ব্যক্তি অথবা সংস্থার কাছে বিক্রি করতে আগ্রহী নন, বরং তিনি সম্পূর্ণ বাইরের কারো কাছে শেয়ার বিক্রি করতে চান। অন্য একটি উপায় হিসেবে জ্যাক মা রাষ্ট্রীয় সংশ্লিষ্টতা আছে এমন কোনো চীনা বিনিয়োগকারীর কাছে শেয়ার বিক্রি করার প্রস্তাব উত্থাপন করেন।


তবে যে পরিকল্পনাই করা হোক না কেন তা বেইজিংয়ের অনুমোদন পাওয়ার পরই বাস্তবায়ন করা যাবে বলে জানায় সূত্র দুটি।


অ্যান্ট গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রটি জানায়, চীনা নববর্ষের আগে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে একবার দেখা করেছিলেন জ্যাক মা। ফেব্রুয়ারির শুরুর দিকে এ সাক্ষাৎ হয়েছিল। কোম্পানি সংশ্লিষ্ট অন্য একটি সূত্র জানায়, কয়েক মাস আগেই কোম্পানি থেকে জ্যাক মার বিদায়ের কার্যক্রম শুরু করেছে অ্যান্ট গ্রুপ। তবে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, মার্চের মাঝামাঝি সময়ে অ্যান্ট গ্রুপ নিয়ন্ত্রক সংস্থাকে জানায় যে তারা জ্যাক মার সম্ভাব্য বিদায় নিয়ে উপায় বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।


বিশ্লেষকরা আশা করছেন, অ্যান্ট গ্রুপ থেকে জ্যাক মার বিদায় কোম্পানিটিকে আবারো পাবলিক শেয়ার উন্মুক্ত করতে সাহায্য করবে। এর আগে আলিবাবা ও তার সহযোগী প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপ এবং আলিপে-এর ওপর বেইজিংয়ের অব্যাহত চাপ দেশটির অন্য টেক জায়ান্টদেরও শঙ্কিত করে রেখেছে।


এছাড়া এপ্রিলে বাজারে একচেটিয়া ব্যবসা পরিচালনা ও প্রভাব বৃদ্ধির জন্য ২৭৫ কোটি ডলার জরিমানা করে। আলিবাবাকে জরিমানা করার কয়েকদিন পরই অ্যান্ট গ্রুপকে একটি আর্থিক প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়ার প্রস্তাব দেয় চীনের কেন্দ্রীয় ব্যাংক।


উল্লেখ্য, অ্যান্ট গ্রুপে আলিবাবা প্রতিষ্ঠাতা জ্যাক মার মাত্র ১০ শতাংশ শেয়ার রয়েছে। তবে এ স্বল্পসংখ্যক শেয়ার থাকার পরও কোম্পানির নীতি নির্ধারণে তার ভূমিকা অনেকাংশেই বেশি থাকে।

কোন মন্তব্য নেই