বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সকে সতর্ক করলো ডিএসই - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সকে সতর্ক করলো ডিএসই














 

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাধারণ বীমা কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সর্বশেষ ১১ কার্যদিবসে দর বেড়েছে ৫০ শতাংশের উপরে। আর ৮ কার্যদিবসে দর বেড়েছে প্রায় ৩৫ শতাংশ।


দর বাড়ার কারণ জানতে চাইলে কর্তৃপক্ষ জানায়, কোম্পানিটির শেয়ার দর এভাবে অস্বাভাবিক বাড়ার কোন কারণ নেই। শেয়ারটির এই অস্বাভাবিক দর বৃদ্ধিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শঙ্কা জানিয়ে সতর্কবার্তা জারি করেছে।

প্রিয় পাঠকঃশেয়ার বাজার, ব্যাংকিং,প্রযুক্তি ও সকল বিষয়ক গুরুত্বপূর্ণ খবরগুলো আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ  Times Express

এ লাইক দিন এবং ফেসবুক গ্রুপ Times Express 🕛 এ জয়েন করে আমাদের সাথেই থাকুন।

ডিএসই বলছে, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণে ৮ এপ্রিল কোম্পানিটিকে নোটিশ করা হয়।


জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি শেয়ারের যে অস্বাভাবিক দর বেড়েছে তার জন্য অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।


বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ কার্যদিবস যাবত কোম্পানিটির শেয়ার দর বাড়ছে। গত ২১ মার্চ কোম্পানিটির শেয়ার দাম ছিল ৬৪ টাকা। সেখান থেকে টানা বেড়ে প্রতিষ্ঠানটির শেয়ার দর ৯৯ টাকায় উঠেছে।


সর্বশেষ ২০১৯ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।














কোন মন্তব্য নেই