জনপ্রিয় পাঁচ ভিডিও এডিটিং অ্যাপ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জনপ্রিয় পাঁচ ভিডিও এডিটিং অ্যাপ


ছবি তোলা ও এডিটের পাশাপাশি বর্তমান সময়ে মোবাইলে ভিডিও এডিট করার মাত্রাও বৃদ্ধি পেয়েছে। কম সময়ে নিজের ধারণকৃত ভিডিও এডিটিংয়ে এখন প্রযুক্তি বাজারে বিভিন্ন অ্যাপ রয়েছে। তবে ব্যবহারবিধি ও অ্যাপের সুযোগ-সুবিধার দিক থেকে ব্যবহারকারীদের পছন্দের শীর্ষে রয়েছে বেশকিছু অ্যাপ। যেসব অ্যাপের মাধ্যমে ফিল্টার যোগ করা, ক্লিপ কাটা, লেখা যোগ করা, ইফেক্টের ব্যবহার করা যায়। ব্যবহার ও ফিচারের দিক থেকে অ্যান্ড্রয়েড ফোনের জন্য সবচেয়ে ভালো পাঁচটি ভিডিও এডিটিং অ্যাপ হলো—


কাইনমাস্টার: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের অন্যতম পছন্দের ভিডিও এডিটিং সফটওয়্যার হলো কাইনমাস্টার। ছোট ভিডিও ক্লিপ বা জীবনের মজার কোনো মুহূর্তের ভিডিও এডিটের ক্ষেত্রে এ অ্যাপ আপনার জন্য কার্যকর। এতে কালার ফিল্টার, টেক্সট কিংবা ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করার সুবিধাও আছে। এতে ক্রোমা কি নামের একটি ফিচার রয়েছে, যেটি দিয়ে যেকোনো ছবির পেছনের রঙ পরিবর্তন করে পছন্দের রঙ ব্যবহার করা যাবে। এছাড়াও এর ইউজার ইন্টারফেজ ব্যবহারকারীদের জন্য খুবই সাবলীল। এ অ্যাপের মাধ্যমে যে কেউ সহজেই ভিডিও এডিট করতে পারবেন।




অ্যাডোবি প্রিমিয়ার রাশের আগে অ্যান্ড্রয়েড ইউজারদের কাছে অ্যাডোবি প্রিমিয়ার ক্লিপ জনপ্রিয় ছিল। যারা তাদের অ্যান্ড্রয়েড ফোনে ভিডিও এডিট করতে পছন্দ করেন, তাদের মধ্যে সাড়া ফেলছে নতুন এ অ্যাপটি। আপনি যেকোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে অ্যাডোবি প্রিমিয়ার রাশ ব্যবহার করতে পারবেন। এ অ্যাপে ক্লাউড সার্ভিস থাকায় আপনার স্মার্টফোন হারিয়ে গেলেও আপনি এ অ্যাপ ব্যবহার করতে পারবেন। আপনার ভিডিওকে আরো আকর্ষণীয় করে তুলতে এ অ্যাপে বেশকিছু ফিচার রয়েছে। প্রথমেই আপনি ভিডিওতে ওয়াটারমার্ক সমস্যা থেকে মুক্তি পাবেন। কারণ এ অ্যাপের ফ্রি ভার্সনে এ সমস্যা নেই। এ অ্যাপের মাধ্যমে আপনি সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পাঠাতে পারবেন।


ফিল্মোরা গো :



যেকোনো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে সহজ ও পছন্দের আরেকটি ভিডিও এডিটিং সফটওয়্যার হলো ফিল্মোরা গো। এর মাধ্যমে ট্রিম, কাট, মিউজিক ও থিম যোগ করাসহ আরো অনেক কাজ করা সম্ভব। এর মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও সাইজ অনুযায়ী এডিট করা যায়। এ অ্যাপের ফ্রি ভার্সনে বিভিন্ন ফিচার থাকলেও ভিডিওর শেষে ওয়াটারমার্ক থাকবে। ইন অ্যাপ পারচেজ থেকে প্রিমিয়াম ভার্সন কিনে নিতে হবে।


ম্যাজিস্টো :



আপনি যদি মজার জন্য ভিডিও নির্মাণ করতে ভালোবাসেন তবে ম্যাজিস্টো আপনার জন্য অন্যতম একটি অ্যাপস। এ অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধা থাকায় ভিডিওতে কোন অংশ ব্যবহার করা প্রয়োজন, সেটি সহজেই নির্ধারণ করা যাবে। এডিটিংয়ের মাধ্যমে ভিডিওকে জটিল করতে না চাইলে এ অ্যাপস আপনার জন্য উপযুক্ত। এখানে আপনি শুধু ভিডিওর ধরন, ক্লিপ, অডিও এবং মিউজিক নির্ধারণ করে দেবেন। বাকি কাজ ম্যাজিস্টোই করে দেবে।


অ্যাকশন ডিরেক্টর :



সহজে ভিডিও এডিটের অন্যতম একটি অ্যাপস হলো অ্যাকশন ডিরেক্টর। গুগল প্লে স্টোরের এডিটরস চয়েসের মধ্যে অন্যতম হলো এ অ্যাপ। কালার অ্যাডজাস্টমেন্ট, ফিল্টার, টেক্সট, ট্রানজিশন, ফাস্ট ও স্লো মোশনসহ নানা সুবিধা রয়েছে এ অ্যাপসে।

কোন মন্তব্য নেই