৩ কোম্পানির ইপিএস প্রকাশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৩ কোম্পানির ইপিএস প্রকাশ














 



সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানি সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রথম প্রান্তিকে সিঙ্গার বাংলাদেশ ‌১৮ কোটি টাকা নীট মুনাফা করেছে। গত বছর একই সময়ে মুনাফার পরিমাণ ছিল ১১ কোটি ৮৯ লাখ টাকা।

অন্যদিকে প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৮১ পয়সা, যা গত বছরের একই সময়ে ১ টাকা ১৯ পয়সা ছিল। গত বছরের তুলনায় প্রথম প্রান্তিকে সিঙ্গারের ইপিএস বেড়েছে ৬২ পয়সা বা প্রায় ৫২ শতাংশ।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩ টাকা ৮৪ পয়সা।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড: প্রথম প্রান্তিকের (১ জানুয়ারি’২১-৩১ মার্চ’২১) অনীরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রথম প্রান্তিকে কোম্পানির কর পর পরিশোধের পর মোট মুনাফা হয়েছে এক কোটি ৯৭ লাখ ৬৯ হাজার ৬১৬ টাকা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল এক কোটি ৭৮ লাখ ৯৫ হাজার ৪৫ টাকা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় মুনাফা বেড়েছে ১৮ লাখ ৭৫ হাজার ৫৭১ টাকা।

জানুয়ারি থেকে মার্চ ২০২১ পর্যন্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪৯ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৪৫ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ৪ পয়সা।

জানুয়ারি থেকে মার্চ ২০২১ পর্যন্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) ২০ টাকা ৩২ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২০ টাকা ১০ পয়সা।

লিনডে বাংলাদেশ লিমিটেড: চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২১) অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ৭ শতাংশ কমেছে।

কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের ৩ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৮.৮৮ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ২০.৩৬ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ১.৪৮ টাকা বা ৭ শতাংশ কমেছে।

২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭৪.৬৩ টাকায়।













কোন মন্তব্য নেই