বৃহস্পতিবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বৃহস্পতিবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার পুঁজিবাজারে বড় দরপতন থেমেছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৩টি বা ৩৬.১৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে, ১০০টি বা ৩০.০৩ শতাংশের দর কমেছে এবং ১১০টি বা ৩৩.০৩ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আইএফআইসি ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আগের কার্যদিবস কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১১ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ১০ টাকা। আজ কোম্পানিটির দর কমেছে ১ টাকা ৪০ পয়সা বা ১২.২৮ শতাংশ। এর মাধ্যমে আইএফআইসি ব্যাংক আজ ডিএসইর দর পতনের শীর্ষ তালিকার শীর্ষে উঠে আসে। ডিভিডেন্ড ঘোষণার কারণে আজ কোম্পানিরি লেনদেনে সার্কিট ব্রেকার ছিল না।


ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে একটিভ ফাইনের ৯.০৯ শতাংশ, আইসিবি ইসলামী ব্যাংকের ৭.৫০ শতাংশ, এশিয়া প্যাসেফিক ইন্সুরেন্সের ৪.১৪ শতাংশ, খান ব্রাদার্সের ৩.৯৪ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ৩.৯২ শতাংশ, আইডিএলসির ৩.৮৮ শতাংশ, ফাইন ফুডের ৩.৮২ শতাংশ, অ্যাপেলো ইস্পাতের ৩.৪৪ শতাংশ ও বে-লিজিংয়ের ৩.৩০ শতাংশ।


কোন মন্তব্য নেই