নেবারস পাওয়ার ইনভেস্টমেন্টের সাথে ইউনিক হোটেলের চুক্তি
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট নেবারস পাওয়ার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভির সাথে একটি চুক্তি সম্পন্ন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি চুক্তি অনুযায়ী ১৪ হাজার ৬৪১টি সাধারণ শেয়ার ১০ টাকা ফেসভ্যালুতে বিক্রি করবে। যার ১১.৭৬ শতাংশ পেইড-আপ শেয়ার ইউনিক ম্যানেজমেন্ট পাওয়ার লিমিটেডের (ইউনিক হোটেলর সহযোগী কোম্পানি)।
নেবারস পাওয়ার ইনভেস্টমেন্ট কোম্পানিটির শেয়ার ২ কোটি ৪০ লাখ ৬৮ হাজার ৮০০ প্রিমিয়াম ফেসে কিনবে। কোম্পানিটি অনুমোদন পেলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপে এই শেয়ার কিনতে পারবে।
কোন মন্তব্য নেই