নেবারস পাওয়ার ইনভেস্টমেন্টের সাথে ইউনিক হোটেলের চুক্তি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নেবারস পাওয়ার ইনভেস্টমেন্টের সাথে ইউনিক হোটেলের চুক্তি


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট নেবারস পাওয়ার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভির সাথে একটি চুক্তি সম্পন্ন করেছে।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র জানায়, কোম্পানিটি চুক্তি অনুযায়ী ১৪ হাজার ৬৪১টি সাধারণ শেয়ার ১০ টাকা ফেসভ্যালুতে বিক্রি করবে। যার ১১.৭৬ শতাংশ পেইড-আপ শেয়ার ইউনিক ম্যানেজমেন্ট পাওয়ার লিমিটেডের (ইউনিক হোটেলর সহযোগী কোম্পানি)।


নেবারস পাওয়ার ইনভেস্টমেন্ট কোম্পানিটির শেয়ার ২ কোটি ৪০ লাখ ৬৮ হাজার ৮০০ প্রিমিয়াম ফেসে কিনবে। কোম্পানিটি অনুমোদন পেলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপে এই শেয়ার কিনতে পারবে।

কোন মন্তব্য নেই