মোবাইলের ডিসপ্লে উৎপাদন শুরু করল স্যামসাং - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মোবাইলের ডিসপ্লে উৎপাদন শুরু করল স্যামসাং


ভারতের নয়ডায় অবস্থিত কারখানায় মোবাইল ডিসপ্লে উৎপাদন করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। ফলে ভারতে মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশ পাওয়া আরো সহজ হবে।


শিগগিরই প্রতিষ্ঠানটি আইটি ডিসপ্লে প্যানেল তৈরির প্রকল্প গ্রহণ করবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।


এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি জানান, এপ্রিলের শুরু থেকেই স্যামসাং ডিসপ্লে নয়ডা প্রাইভেট লিমিটেডের যাত্রা হয়। বর্তমানে এখানে শুধু মোবাইলের ডিসপ্লে তৈরি করা হচ্ছে। তবে এ ব্যাপারে নয়ডা কারখানাসংশ্লিষ্ট কেউ মন্তব্য করতে রাজি হননি।


বাজার গবেষকরা বলছেন, ডিসপ্লে উৎপাদনের এ উদ্যোগ দেশে থাকা অন্যান্য প্রতিষ্ঠানকেও আকৃষ্ট করবে।


কাউন্টারপয়েন্ট রিসার্চের সহযোগী পরিচালক তরুণ পাঠক বলেন, এ উদ্যোগের ফলে ছোট ছোট প্রযুক্তি প্রতিষ্ঠান ধীরে ধীরে ভারতের বাজারে তাদের ব্যবসা শুরু করবে এবং পরিধি বিস্তৃত করবে। স্যামসাং এ খাতে সবচেয়ে বড় অংশীদার। সেই সঙ্গে এ সিদ্ধান্তের মাধ্যমে তারা পুরো প্রযুক্তি বাজারকে এটাই জানাচ্ছে যে, তারা এ যন্ত্রাংশ উৎপাদন ও বাজারজাতের জন্য প্রস্তুত।

কোন মন্তব্য নেই