ম্যাকের রিমোট ডেস্কটপ ভার্সনে নতুন চিপ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ম্যাকের রিমোট ডেস্কটপ ভার্সনে নতুন চিপ


ম্যাক ওসের রিমোট ডেস্কটপ ক্লায়েন্টের আপডেট এনেছে মাইক্রোসফট। এর ফলে ব্যবহারকারীরা অন্য যেকোনো ডিভাইসের মাধ্যমে তাদের কম্পিউটারে প্রবেশ করতে পারবে। সম্প্রতি নাইনটুওফাইভম্যাকের এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, নতুন এ আপডেট এমওয়ান চিপকে কম্পিউটার নিয়ন্ত্রণে সাহায্য করবে। অ্যাপলের সিলিকন প্লাটফর্ম এবং এমওয়ান চিপের জন্য এ সাপোর্ট আপডেট করা হয়েছে। এর ফলে ম্যাকবুকে এ অ্যাপ কম বিদ্যুৎ খরচে আরো ভালো কাজ করবে। যার ফলে ম্যাকের ব্যাটারি খরচও কমে যাবে। 

কোন মন্তব্য নেই