ব্যাংক-পুঁজিবাজারের চেয়ে বেশি সময় খোলা থাকবে আর্থিক প্রতিষ্ঠান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্যাংক-পুঁজিবাজারের চেয়ে বেশি সময় খোলা থাকবে আর্থিক প্রতিষ্ঠান


করোনা সংক্রমণ বেড়ে চলার কারণে সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। এ সময় বন্ধ থাকবে গণপরিবহন, বিচারিক আদালত, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিপণি বিতান। তবে চালু থাকবে শিল্প কারখানা, জরুরি সেবাদানকারী সংস্থা, গণমাধ্যম আর ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার।


লকডাউনের সময় ব্যাংক ও পুঁজিবাজারের চেয়ে বেশি খোলা রাখার সুযোগ দেয়া হয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে।


সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে প্রতিষ্ঠানগুলো। যদিও এ সময় ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। পুঁজিবাজার খোলা থাকবে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত।


লকডাউন শুরুর আগের দিন রোববার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এক সার্কুলারে এসব নির্দেশনা দেয়া হয়।


করোনা সংক্রমণ বেড়ে চলার কারণে সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। এ সময় বন্ধ থাকবে গণপরিবহন, বিচারিক আদালত, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিপণি বিতান।


তবে চালু থাকবে শিল্প কারখানা, জরুরি সেবাদানকারী সংস্থা, গণমাধ্যম আর ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, পুঁজিবাজার।


তবে স্বাভাবিক সময়ের চেয়ে এসব প্রতিষ্ঠানে লেনদেনের সময় কমানো হয়েছে।


আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো সীমিত পরিসরে চালু থাকবে।


প্রধান কার্যালয় ও শাখাগুলোতে জরুরি গ্রাহক সেবা প্রদান অব্যাহত রাখার লক্ষ্যে প্রয়োজনীয় জনবলের বিন্যাস ও উপস্থিতির বিষয়টি প্রতিটি আর্থিক প্রতিষ্ঠান নিজের মতো করে সিদ্ধান্ত নেবে।


এক্ষেত্রে কার্যালয়ের কাছে বসবাসরত কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনার পরামর্শ দেয়া হয়েছে

কোন মন্তব্য নেই