ফ্রান্সের সব শোরুম বন্ধ করে দিচ্ছে অ্যাপল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফ্রান্সের সব শোরুম বন্ধ করে দিচ্ছে অ্যাপল


ফ্রান্সে তৃতীয় ধাপে করোনার লকডাউন শুরু হওয়ায় সেখানে অবস্থিত সব শোরুম বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। অ্যাপল ইনসাইডারের তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে অ্যাপলের শোরুমগুলো স্বাভাবিক কার্যক্রমে ফিরলেও ফ্রান্সে প্রতিষ্ঠানটির ২০টি শোরুম বন্ধ করে দিয়েছে। তবে এটি সাময়িক সময়ের জন্য বলে অ্যাপল অপেরার প্যারিস সাইটের এক নোটিসে জানানো হয়েছে। খবর আইএএনএস।


তবে বর্তমানে অনলাইনে যেসব অর্ডার রয়েছে এবং জিনিয়াস বারে সহায়তার জন্য এপ্রিলের ৩ তারিখের আগ পর্যন্ত যেসব চুক্তি করা হয়েছে, সেগুলো সম্পন্নের জন্য শোরুম খোলা রয়েছে বলেও প্রতিষ্ঠান সূত্রে জানানো হয়েছে।


ম্যাকজেনারেশনের তথ্যানুযায়ী, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এসব শোরুম বন্ধ থাকবে। এর মধ্যে ফ্রেঞ্চ সিটি সেন্টারের শোরুমও অন্তর্গত। যদিও জানুয়ারির লকডাউনে এ শোরুম চালু ছিল।


সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরন এক ঘোষণায় আগামী তিন সপ্তাহের জন্য স্কুল বন্ধ ঘোষণা করেন। সেই সঙ্গে করোনা মোকাবেলায় আগামী এক মাসের জন্য আন্তঃজেলা যাতায়াত বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, আমরা যদি এখন থেকেই ব্যবস্থা গ্রহণ না করি, তাহলে আমরা নিয়ন্ত্রণ হারাব।

কোন মন্তব্য নেই