৫৩ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য উন্মুক্ত করেছে হ্যাকাররা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৫৩ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য উন্মুক্ত করেছে হ্যাকাররা


কয়েক লাখ ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও ফোন নম্বর অনলাইনে প্রকাশ করেছে একটি হ্যাকার গোষ্ঠী। শনিবার তারা এসব তথ্য প্রকাশ করে। প্রকাশিত তথ্যে দেখা যায়, ১০৬টি দেশের ৫৩ কোটি ৩০ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হয়ে গেছে। যার মধ্যে যুক্তরাজ্যের তিন কোটি ২০ লাখ ব্যবহারকারী, ভারতীয় ৬০ লাখ ব্যবহারকারী রয়েছেন। প্রকাশিত তথ্যে তাদের ফেসবুক আইডি, পূর্ণ নাম, ঠিকানা, জন্মদিন, পরিচয় ও ই-মেইল আইডি উন্মুক্ত করে দেয়া হয়েছে। খবর বিজনেস ইনসাইডার।


উন্মুক্ত হওয়া ই-মেইল আইডি ও ফোন নম্বরগুলো যাচাই করে এর বিপরীতে আসল ব্যবহারকারীদের সন্ধানও পাওয়া গেছে বলে জানিয়েছে বিজনেস ইনসাইডারের একটি দল।   ফেসবুকের এক মুখপাত্র বলেন, ২০১৯ সালে একটি ত্রুটির কারণে এসব তথ্য উন্মুক্ত হয়ে গিয়েছে।


সাইবার অপরাধ-সংক্রান্ত প্রতিষ্ঠান হডসন রকের মুখ্য প্রযুক্তি কর্মকর্তা অ্যালোন গাল জানান, যদিও কয়েক বছরের পুরনো, তবে এ গুরুত্বপূর্ণ তথ্যগুলো সাইবার অপরাধীদের যথেষ্ট সুযোগ তৈরি করে দেবে। বিশেষত যেসব অপরাধী মানুষের ব্যক্তিগত তথ্যকে কাজে লাগিয়ে ব্ল্যাকমেইল অথবা আর্থিক সুবিধা গ্রহণ করতে চায়, তাদের জন্য এসব তথ্য খুবই উপযোগী। তিনি বলেন, এ পরিমাণ তথ্য অপরাধীদের সাইবার অপরাধ ঘটানোর জন্য একটি বিশাল সুযোগ তৈরি করে দেবে।


গাল জানান, তিনি সর্বপ্রথম জানুয়ারিতে এ-সংক্রান্ত কিছু তথ্য ইন্টারনেটে দেখতে পান। তখন কিছু হ্যাকিং ফোরামের ব্যবহারকারীরা অর্থের বিনিময়ে কয়েক লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য প্রকাশ করে দেয়ার জন্য স্বয়ংক্রিয় বটের মাধ্যমে বিজ্ঞাপন দিচ্ছিল। এ সময় মাদারবোর্ড প্রতিবেদন করেছিল যে এ বটগুলো অবৈধভাবে ফেসবুক ব্যবহারকারীদের সঠিক তথ্য প্রকাশ করছে, যা তারা লুকিয়ে রাখতে চান।


প্রথমে অর্থের বিনিময়ে এসব তথ্য উন্মুক্ত করার কথা বললেও বর্তমানে হ্যাকাররা এসব তথ্যের সবটুকুই ইন্টারনেটে বিনা মূল্যে উন্মুক্ত করে দিয়েছে। ফলে ডাটা-সংক্রান্ত প্রাথমিক জ্ঞান থাকলেই এসব তথ্য খুঁজে পাওয়া যে কারো জন্য খুব সহজ।


এটাই প্রথমবারের মতো কোনো ঘটনা নয় যে কয়েক লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য উন্মুক্ত হয়ে গেছে। এর আগে ২০১৯ সালেও এ রকম ঘটনা ঘটেছে। সে সময় ফেসবুকের সেবা-সংক্রান্ত নীতির লঙ্ঘন করে বেশ কয়েক লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য প্রকাশ হয়ে যায়।

কোন মন্তব্য নেই