ইউরোপের সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইউরোপের সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ



 


যুক্তরাজ্য ছাড়া ইউরোপের কোনো দেশ থেকেই সরাসরি বাংলাদেশে আসা যাবে না বলে সার্কুলার জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।


শনিবার রাত ১২টা ১ মিনিট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এটি ১৮ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে।


ইউরোপের পাশাপাশি বিশ্বের আরও ১২টি দেশ থেকে কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারবে না।


বেবিচকের বৃহস্পতিবার সকালের এক সার্কুলারে এ নির্দেশ দেয়া হয়।


ইউরোপের দেশ ছাড়াও বাংলাদেশে আসা যাবে না আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ে থেকে।


দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বাড়ায় সরকার বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে এরই মধ্যে ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


এসব নির্দেশনা বাস্তবায়নে কাজ শুরু করে দিয়েছে প্রশাসন। এরই মধ্যে বাস ও ট্রেনগুলোতে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল শুরু হয়েছে। পাশাপাশি সরকারি অফিসগুলোতে অর্ধেক জনবল নিয়ে কাজ পরিচালনার প্রক্রিয়া চলছে।


করোনার বিস্তার রোধে যুক্তরাজ্যসহ ইউরোপের অন্যান্য দেশ থেকে আসা যাত্রীদের ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের নির্দেশ দিয়েছে সরকার।


চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যে করোনার নতুন ধরন দেখা দেয়ার পর দেশটি থেকে এ পর্যন্ত ৪ হাজার ৩৮২ ব্যক্তি বাংলাদেশে এসেছে। এর মধ্যে বর্তমানে ৩ হাজারের বেশি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছে।


যুক্তরাজ্যসহ ইউরোপ থেকে প্রতিদিন গড়ে ২৫০ যাত্রী দেশে আসছিল। সরকারের সিদ্ধান্তের পর এ সংখ্যাটা এখন অনেক কমে যাবে।


একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ২১ টাকা ৯৯ পয়সা।



কোন মন্তব্য নেই