দেশে এক্স সিরিজের স্মার্টফোন আনছে ভিভো - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দেশে এক্স সিরিজের স্মার্টফোন আনছে ভিভো


বাংলাদেশে নিজেদের প্রিমিয়াম এক্স সিরিজের স্মার্টফোন আনার ঘোষণা দিয়ে ভিভো।প্রথমবারের এই সিরিজের হ্যান্ডসেট দেশে আনছে তারা।ভিভো জানায়, তাদের সবগুলো সিরিজের মধ্যে এক্স সিরিজের স্মার্টফোনগুলো সর্বাধিক প্রিমিয়াম লেভেলের । এর আগে বাংলাদেশে ভি, ওয়াই এবং এস সিরিজের স্মার্টফোনগুলো এলেও েএক্স সিরিজের ফোন দেশে এবারই প্রথম আসবে ।তবে এখনও এক্স সিরিজটির নির্দিষ্ট কোনো মডেল বা স্পেসিফিকেশন্সের বিষয়ে কিছু জানায়নি ভিভো বাংলাদেশ ।ভারতে ইতোমধ্যে বাজারে এসেছে ভিভোর এক্স ৫০ স্মার্টফোনটি । সেখানে এক্স ৬০ আনার ঘোষণাও দিয়েছে ভিভো ।

কোন মন্তব্য নেই