লাফার্জের অবৈধভাবে ক্রাশিং চুনাপাথর বিক্রি বন্ধে হুঁশিয়ারি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

লাফার্জের অবৈধভাবে ক্রাশিং চুনাপাথর বিক্রি বন্ধে হুঁশিয়ারি

 


সুনামগঞ্জের ছাতকে লাফার্জ-হোলসিম সিমেন্ট কোম্পানির অবৈধভাবে ক্রাশ (গুঁড়া) করা চুনাপাথর খোলাবাজারে বিক্রি করার প্রতিবাদে শহরের ট্রাফিক পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।


চুনাপাথর আমদানিকারকরাসহ ৩০টি স্থানীয় সংগঠনের ব্যবসায়ী ও কয়েক শতাধিক শ্রমিক সমাবেশে অংশ নেন। সমাবেশে আজ বৃহস্পতিবার থেকে নদীপথে ক্রাশ করা চুনাপাথর পরিবহন বন্ধের পাশাপাশি সোমবার থেকে লাফার্জ-হোলসিমের সিমেন্ট পরিবহন বন্ধের ঘোষণা দেওয়া হয়।


ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক ছাতক লাইমস্টোন ইমপোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরীর সভাপতিত্বে বক্তারা বলেন, লাফার্জ কর্তৃপক্ষ অধিক লাভবান হওয়ার স্বার্থে ভারত থেকে আমদানিকৃত চুনাপাথর কারখানার ভেতরে ক্রাশ করে অবৈধভাবে খোলাবাজারে বিক্রি করছে। খোলাবাজারে চুনাপাথর বিক্রি করায় চুনাপাথর আমদানি ও ব্যবসার সঙ্গে জড়িত ছাতক, ভোলাগঞ্জ, তামাবিল, বড়ছড়া, বাগলি শুল্ক্কস্টেশনের কয়েক শতাধিক ব্যবসায়ী পথে বসার উপক্রম হয়েছে। পাশাপাশি চুনাপাথর ব্যবসার সঙ্গে জড়িত লক্ষাধিক শ্রমিকের রুটি-রুজির পথও রুদ্ধ হয়ে গেছে।


সমাবেশে বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ব্যবসায়ী ফজুল মিয়া চৌধুরী, অরুণ দাস, আবুল হাসান, আব্দুল হাই আজাদ, সামছু মিয়া, মাওলানা আকিক হোসাইন প্রমুখ।


লাফার্জ-হোলসিমের এক্সটার্নাল কমিউনিকেশনস ম্যানেজার তৌহিদুল ইসলাম এ বিষয়ে এক ই-মেইল বার্তায় বলেন, অনুমতি নিয়েই ক্লিয়ার সাইজ অ্যাগ্রিগেটস ব্যবসা পরিচালনা করছে লাফার্জ-হোলসিম। স্থানীয় ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

কোন মন্তব্য নেই