স্বপ্ন পূরণে শূন্য থেকে ‘ইপ্রয়োজন’এর যাত্রা
যখন কোনও কিছুর অস্তিত্ব থাকে না তখন শূন্য অবস্থা বিরাজ করে। কিন্তু কোন কিছু শুরু হয়ে গেলে ধীরে ধীরে সেটি বেড়ে ওঠে। তেমনি একটি স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছে ই-কমার্স প্রতিষ্ঠান ‘ইপ্রয়োজন’ ডট কম। যাত্রা শুরুর কয়েক মাসের মধ্যেই প্রতিষ্ঠানটি মানুষের আস্থা অর্জন করতে শুরু করেছে।
আরো পড়ুনঃ
সময় নষ্ট না করে কেন নিজেই ব্যবসা আরম্ভ করবেন!
সল্প বিনিয়োগে শুরু করুন টিস্যু তৈরীর ব্যবসা!
‘ইপ্রয়োজন’এর উদ্যোক্তা এবং ব্যবস্থাপনা পরিচালক শরাফাতুল ইসলাম তন্ময় বলেন, ই-কমার্স খাত আগামীর লিডিং মার্কেট প্লেস । শুরুতে আমাদের অনেক সাধারণ সমস্যা সম্মুখীন হতে হয়েছে। করোনার মাঝে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর জন্য সুযোগ ছিল সাধারণ মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার।ইপ্রয়োজনে লোকাল মার্কেট প্লেস আর মতো সার্ভিস দিতে চাই। ইপ্রয়োজনে মানুষের চাহিদার কথা মাথায় রেখে পণ্য রাখা হয়েছে। যেসব গ্রাহক ইপ্রয়োজনে প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হননি তারাও যুক্ত হয়ে পণ্য অনলাইনে অর্ডার করে নিত্য প্রয়োজনীয় পণ্য গ্রাহকেরা ঘরে বসেই পেতে পারেন। তবে এ ইপ্রয়োজনে আপাতত পাওয়া যাবে না মাছ,কাঁচা বাজারের পণ্য,গরুর মাংস ব্যাতিত অনন্যা মাংস। গ্রাহক তার অবস্থান থেকে অনলাইনে অর্ডার করবে প্রোডাক্ট যদি সাইট এ না থাকে তাহলে হোয়াটস এপপ্স বা মেসেঞ্জার কিংবা ফোন কল এ ও অর্ডার করতে পারবে।। রাজশাহীতে গ্রাহকেরা তাদের পণ্য অর্ডার করার পর সর্বনিম্ন এক ঘণ্টা থেকে ক্ষেত্র বিশেষে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে বাসায় সরবরাহ পাবেন সেসব পণ্যে এবং সারা দেশে ২৪ ঘন্টার মধ্যে শিপমেন্ট করা হবে। এ ক্ষেত্রে বাজার মূল্যের বিবেচনায় পণ্যের দাম ‘ইপ্রয়োজন’ নির্ধারণ করে দেবে যা কোনভাবেই বাজার মূল্য থেকে বেশি হবে না। আমরা তাদের কাছ থেকে পরামর্শ এবং মূল্যায়নও আশা করবো। গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সবসময় অগ্রাধিকার দেয় ‘ইপ্রয়োজন’।
উল্লেখ্য, ২০২০ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে দেশি ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করে ‘ইপ্রয়োজন (eproyojonbd.com)। নিজেদের কার্যক্রমের শুরু থেকেই পণ্যের পাশাপাশি বিভিন্ন ধরনের সেবাকে অনলাইন প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা নিয়ে কাজ করছে মার্কেটপ্লেসটি। এখান থেকে পাওয়া যায় ব্যাগ, জুতা, গয়না, পোশাক, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিকস পণ্য, ইলেকট্রনিকস গ্যাজেটস, কসমেটিকস, খাদ্যপণ্যসহ নানা ধরনের পণ্য। এ ছাড়া বিভিন্ন ধরনের সেবা হিসেবে আর্থিক এবং ব্যাংকিং, বিউটি কেয়ার, ক্যাটারিং, ডে-কেয়ার, আইটি, স্বাস্থ্যসেবা, ভ্রমণ ও ভিসা পরামর্শ এবং টিউশন সেবার মতো শতাধিক সেবা আছে প্ল্যাটফর্মটিতে।
ইপ্রয়োজন এর বিস্তারিতঃ


কোন মন্তব্য নেই