তিন কোম্পানির পর্ষদ সভা আজ
আরএকে সিরামিকস: আজ বেলা ২টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। কোম্পানিটি হিসাব বছরের ৩১ মার্চ ২০২১ শেষ হওয়া প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে আরএকে সিরামিকসের পরিচালনা পর্ষদ। আলোচ্য সময়ে কোম্পানিটির সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭৬ পয়সা। ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠানটির সম্মিলিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৭ টাকা ১৮ পয়সা। ৩১ মার্চ বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির এজিএম আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২৫ ফেব্রুয়ারি।
ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৩ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ২৬ টাকা থেকে ৩৪ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।
প্রাইম ইন্স্যুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভা আজ বেলা ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি হিসাব বছরের ৩১ মার্চ ২০২১ শেষ হওয়া প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রাইম ইন্স্যুরেন্স। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৩ পয়সা। এ হিসাবে প্রাইম ইন্স্যুরেন্সের বার্ষিক ইপিএস বেড়েছে ২০৪ দশমিক ৬৫ শতাংশ। ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠানটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৬ টাকা ৩১ পয়সা।
ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৪৬ টাকা ৯০ পয়সা। গতকাল দিনভর শেয়ারটি ৪৫ টাকা ৬০ পয়সা থেকে ৪৮ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে শেয়ারটির দর ১৭ টাকা থেকে ৫৫ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।
ইউনাইটেড পাওয়ার: আজ বেলা ২টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। কোম্পানিটির হিসাব বছরের ৩১ মার্চ ২০২১ শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।
চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক সময়ে ইউপিজিডিসিএলের আয় দাঁড়িয়েছে ১ হাজার ৬১৭ কোটি ৯৪ লাখ টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে কোম্পানিটির আয় ছিল ৫৪৩ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ১ হাজার ৭৪ কোটি ৮৫ লাখ টাকা। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫৬১ কোটি ৩৪ লাখ টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৩২৪ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২৩৭ কোটি ২০ লাখ টাকা। আলোচ্য সময়ে ইউপিজিডিসিএলের ইপিএস দাঁড়িয়েছে ৯ টাকা ৫০ পয়সা, যা এর আগের বছরের একই সময়ে ছিল ৫ টাকা ৪৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৭ টাকা ৮৮ পয়সায়।
কোন মন্তব্য নেই