পাল্লেকেলে টেস্টে বাংলাদেশের ভাগ্যে কি লেখা আছে?
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্য ৪৩৭ রানের লক্ষ্য নিয়ে কাল পাল্লেকেলে টেস্টে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। ৫ উইকেটে ১৭৭ রান নিয়ে দিনের খেলা শেষ করেন লিটন দাস (১৪*) ও মেহেদী হাসান মিরাজ (৪*)।
এখনো ২৬০ রানের দূরত্বে পিছিয়ে বাংলাদেশ। পাল্লেকেলের বাইশ গজে ভালো সাহায্য পাচ্ছেন স্পিনাররা। চতুর্থ দিনেই বল বড় বাঁক নেওয়ার সঙ্গে ওঠা–নামা করেছে। প্রথাগতভাবেই আজ আরও বেশি সাহায্য পাওয়ার কথা স্পিনারদের। এদিকে স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে লিটন–মিরাজই শেষ জুটি। শেষ দিনে কেমন করবে বাংলাদেশ?

কোন মন্তব্য নেই