​মধুপুরে কয়েল ফেক্টরীতে আগুন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

​মধুপুরে কয়েল ফেক্টরীতে আগুন


টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের মালাউড়ী বেপারী পাড়া এলাকায় পিয়াসা কয়েল ফেক্টরীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।মধুপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, বুধবার(৫ মে ২১)ইং রাত ১১ টা ৫০ মিনিটে আমরা খবর পাই। ঘটনাস্থলে এসে জানতে পারি ফেক্টরীতে তৈরী কয়েল হিটে রেখে শ্রমিক ও কর্তৃপক্ষ বাসায় চলে যায়। অভার হিট হয়ে কর্তৃপক্ষের অসাবধনতায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হিটে বসানো তৈরী কয়েল আগুনে পুড়ে যায় এতে প্রায় আনুমানিক ৩৫ থেকে ৪০ হাজার টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রশাসনের অনুমতি ছাড়াই গড়ে উঠেছিলো কয়েল ফেক্টরীটি। প্রশাসনের অনুমতির কাগজ দেখতে চাইলে তারা কোন কাগজ দেখাতে পারে নাই।


এ ব্যাপারে পিয়াসা কয়েল ফেক্টরীর মালি মো. রুহুল আমীন জানান, কয়েল অভার হিটের কারণে এই অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে। তবে প্রশাসনের কোন অনুমতি রয়েছে কিনা, কত টাকার ক্ষতি হয়েছে, জানতে চাইলে তিনি কোন কথা বলেননি।


স্থানীয় বাসিন্দা আজগর আলী, শাজাহান, আব্দুল হাই, ছালেহা বেগম সহ আরো অনেকে জানান, মাঝে মাঝেই এখানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মাঝে মাঝেই এভাবে আগুন লাগলে যে কোন সময় আশে পাশের বাড়ী ঘরে আগুন লাগতে পারে। তবে তারা শুধু রাতে কয়েল তৈরী করে। দিনে করে না। আর ফেক্টরীর ভিতরে কাউকে যেতে দেয় না। আমরা জানি তারা এই নকল কয়েল ফেক্টরী দিয়েছেন। তাই সরকারি অনুমতিবিহীন এই ফেক্টরীটি বন্ধের দাবী জানান। এই কয়েলের ধোয়ার গন্ধে পরিবেশের মারাত্বক হুমকির দিকে যাচ্ছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।


এব্যাপারে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান আনিছ জানান, এই কয়েল ফেক্টরীতে প্রায় প্রায়ই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে তাদের অসাবধানতার কারণে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। তাই এই কয়েল ফেক্টরীটির কাগজপত্র সঠিক রয়েছে কিনা প্রশাসনের খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জররি। এঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন জানান, দ্রুতই খোঁজ নিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই