আসাম, কেরালা, তামিলনাড়ু, পদুচেরিতে কে এগিয়ে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আসাম, কেরালা, তামিলনাড়ু, পদুচেরিতে কে এগিয়ে


ভারতের পশ্চিমবঙ্গ ছাড়াও তিন রাজ্য ও কেন্দ্রশাসিত একটি অঞ্চলের নির্বাচনের ফল আজ রোববার ঘোষণা হচ্ছে। 


পশ্চিমবঙ্গ ছাড়া তিন রাজ্য হলো—আসাম, কেরালা ও তামিলনাড়ু। আর কেন্দ্রশাসিত অঞ্চলটি হলো পদুচেরি।


আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা নাগাদ ফলাফলের যে প্রবণতা, তাতে দেখা যায় আসামে বিজেপি এগিয়ে। সেখান বেশ পিছিয়ে রয়েছে কংগ্রেস।


এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আসামে বিজেপি ৬৯ আসনে এগিয়ে। কংগ্রেস এগিয়ে ৩৫ আসনে।


কেরালায় বামফ্রন্ট নেতৃত্বাধীন জোট এলডিএফ এগিয়ে। সেখানে পিছিয়ে রয়েছে কংগ্রেস।


এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কেরালায় এলডিএফ ৮১ আসনে এগিয়ে। কংগ্রেস এগিয়ে ৫৪ আসনে।


তামিলনাড়ুতে বিরোধী দল ডিএমকের নেতৃত্বাধীন জোট এগিয়ে। সেখানে পিছিয়ে এডিএমকে।


এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, তামিলনাড়ুতে ডিএমকের জোট ১১৮ আসনে এগিয়ে। এডিএমকে এগিয়ে ৯৫ আসনে।


পদুচেরিতে অল ইন্ডিয়া এনআর কংগ্রেস (এআইএনআরসি) নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে। পিছিয়ে রয়েছে কংগ্রেস।


এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, পদুচেরিতে এনডিএ জোট এগিয়ে ১২ আসনে। কংগ্রেস এগিয়ে ৫ আসনে।


আসাম, কেরালা, তামিলনাড়ু ও পদুচেরিতে নির্বাচনের ফলাফলের যে প্রবণতা, তার সঙ্গে বুথফেরত জরিপের মিল পাওয়া যাচ্ছে।


কোন মন্তব্য নেই