সেল প্রেসারে নাজুক অবস্থায় ৫ কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সেল প্রেসারে নাজুক অবস্থায় ৫ কোম্পানি

 

বিদায়ী সপ্তাহে উভয় পুঁজিবাজারে উত্থান হয়েছে। সপ্তাহজুড়ে বেড়েছে সব সূচক, বেড়েছে লেনদেন এবং বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরও। তারপরও চাঙ্গা বাজারে লেনদেনের শীর্ষে থাকা ৫ কোম্পানির শেয়ার ছিল নাজুক অবস্থায়।


বাজার সংশ্লিষ্টরা বলছেন, গেল সপ্তাহে বাজার ছিল উত্থান প্রবণতায়। পাঁচ কোম্পানির লেনদেনও হয়েছে বড় আকারে। তারপরও কোম্পানিগুলোর দরপতন হয়েছে। তার মানে কোম্পানিগুলোর শেয়ারে বাই প্রেসারের চেয়ে সেল প্রেসার ছিল বেশি।

তাঁদের মতে, সাধারণ বিনিয়োগকারীদের সেল প্রেসারে কোনোদিন শেয়ারদর কমে না। শেয়ারদর কমে যদি বড় বিনিয়োগকারীদের সেল প্রেসার থাকে। গেল সপ্তাহে ঊর্ধ্বমুখী বাজারে কোম্পানিগুলোর শেয়ারে বড় বিনিয়োগকারীদের সেল প্রেসার ছিল বেশি, তাই কোম্পানিগুলোর দরে পতন হয়েছে।


এদিকে, গেল সপ্তাহে ডিএসই’র লেনদেনের শীর্ষ তালিকায় ছিল বেক্সিমকো লিমিটেড, লাফার্জহোলসিম, বেক্সিমকো ফার্মা, বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো কোম্পানি, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ফিড মিল, বিডি ফাইন্যান্স, রবি আজিয়াটা, এশিয়া প্যাসেফিক ইন্সুরেন্স ও অগ্রণী ইন্সুরেন্স।


কোম্পানিগুলোর মধ্যে সপ্তাহান্তে শেয়ারদর বেড়েছে বেক্সিমকো, লাফার্জহোলসিম, বেক্সিমকো ফার্মা, ন্যাশনাল ফিড মিল ও অগ্রণী ইন্সুরেন্সের।


অন্যদিকে, সপ্তাহান্তে শেয়ারদর কমেছে বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, রবি আজিয়াটা ও এশিয়া প্যাসেফিক ইন্সুরেন্সের।

কোন মন্তব্য নেই