৪ লাখ ছাড়িয়েছে ৪৩তম বিসিএস আবেদন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৪ লাখ ছাড়িয়েছে ৪৩তম বিসিএস আবেদন



৪৩তম বিসিএসে আবেদনকারীর সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে বলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র জানায়। সংখ্যাটি এ যাবৎকালের মধ্যে সর্বাধিক সূত্র বলছে, দফায় দফায় সময় বৃদ্ধির কারণে আবেদনকারীর সংখ্যা বাড়ছে। সর্বশেষ দফায় আগামী ৩১ মে পর্যন্ত বিসিএসে চাকরিপ্রার্থীদের আবেদনের সুযোগ রয়েছে।


পিএসসি সূত্র জানায়, মঙ্গলবার দুপুর পর্যন্ত আবেদনকারীর সংখ্যা ছিল ৪ লাখ ১০ হাজার ৪৩২ জন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের চূড়ান্ত (সেমিস্টার) পরীক্ষা শেষ না হওয়ার তিন দফায় ৪৩তম বিসিএসের আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। গত কয়েকবারের মতো এবারও আবেদনকারীদের প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষা দেশের সব ক'টি বিভাগীয় শহরে (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ) অনুষ্ঠিত হবে।

কোন মন্তব্য নেই