৩৩৩ নম্বরে কল দিলেই মিলছে প্রধানমন্ত্রীর উপহার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৩৩৩ নম্বরে কল দিলেই মিলছে প্রধানমন্ত্রীর উপহার


বগুড়ায় জাতীয় হটলাইন ৩৩৩ নম্বরে কল দিলেই মিলছে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী। করোনাভাইরাসের সংক্রমণ রোধে আরোপিত বিধি-নিষেধে কর্মহীন অসহায় আরো ৪৮ পরিবারের ২২৫ সদস্যের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়।


রবিবার (২ মে) জাতীয় হটলাইন ৩৩৩ থেকে প্রাপ্ত তথ্য মতে, কভিড-১৯ এর বিস্তার রোধকল্পে চলাচলে বিধি-নিষেধ আরোপ করায় কর্মহীন অসহায় আরো ৪৮ পরিবারের ২২৫ সদস্যের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়। এসব কর্মহীনদের অধিকাংশ পরিবার একজনের আয়ের উপর নির্ভরশীল, যার মধ্যে অধিকাংশ রিকশাচালক, অটোচালক, গৃহিণী, ডেলিভারি ম্যান ছিল। যারা জাতীয় হটলাইন ৩৩৩ নম্বরে কল দিয়ে সহায়তা চান।


জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হকের সার্বিক তত্বাবধানে ও নির্দেশনায় এ কার্যক্রম বগুড়া জেলাজুড়ে চলমান থাকবে।


চলমান কভিড-১৯ এ কর্মহীন অসহয় ক্ষতিগ্রস্ত মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খাদ্যসামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিট্রেট আতাহার শাকিল ও সজিব মিয়া।

কোন মন্তব্য নেই