সৌদি আরবে টিকা নেয়া নাগরিকরা বিদেশ ভ্রমণে যেতে পারবেন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সৌদি আরবে টিকা নেয়া নাগরিকরা বিদেশ ভ্রমণে যেতে পারবেন


সৌদি আরবে যেসব নাগরিক কোভিড-১৯ প্রতিরোধী টিকা নিয়েছেন তারা আগামী ১৭ মে থেকে বিদেশ সফরে যেতে পারবেন। দেশটির সরকার টিকা নেয়া নাগরিকদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানিয়েছে। গত এক বছরেরও বেশি সময় ধরে সৌদি নাগরিকদের ওপর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল।


মন্ত্রণালয় বলছে, তিন ধরনের লোককে টিকা গ্রহণকারী হিসেবে বিবেচনা করা হবে। তারা হলেন,যারা করোনা টিকার দুটি ডোজই নিয়েছেন, যারা ভ্রমণের ১৪ দিন আগে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন এবং বিগত ছয় মাসের মধ্যে যারা করোনা সংক্রমণ থেকে সেরে উঠেছেন।


দেশটির সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি মন্ত্রণালয়ের বিবৃতি উল্লেখ করে বলেছে, সৌদিতে ১৮ বছরের কম বয়সীদের টিকা দেয়া হচ্ছে না। কিন্তু তারাও ১৭ মে থেকে ভ্রমণ করতে পারবে। কারণ তাদের রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদিত বীমা পলিসি।


এদিকে সৌদি আরব তার স্থল, সমুদ্র ও আকাশ পথও পুনরায় খুলে দেবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।


দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ৩ কোটি ৪০ লাখ জনসংখ্যার মধ্যে এ পর্যন্ত ৯০ লাখেরও বেশি লোককে টিকা দেয়া হয়েছে। সৌদিতে এ পর্যন্ত ৪ লাখ ১৯ হাজার লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে প্রায় ৭ হাজার লোক।

কোন মন্তব্য নেই