ফাইভজি স্মার্টফোন বিক্রি বেড়েছে রেকর্ড ৪৫৮%
বিশ্বজুড়ে ফাইভজি স্মার্টফোন বিক্রিতে রেকর্ড হয়েছে। গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে ফাইভজি স্মার্টফোন বিক্রি বেড়েছে ৪৫৮ শতাংশ। চীনারা দ্রুততার সঙ্গে উন্নত প্রযুক্তি গ্রহণ করায় এ ধরনের স্মার্টফোনের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। খবর গ্যাজেটস নাউ।
২০২০ সালের প্রথম তিন মাসে বিশ্বজুড়ে ফাইভজি স্মার্টফোন বিক্রি হয় ২ কোটি ৪০ লাখ ইউনিট। কিন্তু ২০২১ সালে এসে এ সংখ্যা ১৩ কোটি ৩৯ লাখ ইউনিটে পৌঁছায়।
বাজার গবেষণা সংস্থা স্ট্র্যাটেজি অ্যানালিটিকস বলছে, ফাইভজি স্মার্টফোন বাজারের শীর্ষস্থানে আছে অ্যাপল। বর্তমানে ৩০ শতাংশ বাজার এ প্রতিষ্ঠানের দখলে আছে। এছাড়া চীনে ফাইভজি স্মার্ট ফোনের চাহিদা বাড়ায় লাভবান হচ্ছে অপো, ভিভো ও শাওমি। ২০২১ সালের প্রথম তিন মাসে বিশ্বজুড়ে ফাইভজি স্মার্টফোন চালানের ১৩ শতাংশ রয়েছে স্যামসাংয়ের দখলে।
কোন মন্তব্য নেই