গাজীপুরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গাজীপুরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


গাজীপুর সদর থানার হাজীবাগ এলাকার একটি ডোবা থেকে রোববার সকালে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪৫ বছর।


গাজীপুর সদর থানার এসআই মো. আরিফুল ইসলাম জানান, রোববার সকালে এলাকাবাসী হাজীবাগ এলাকায় ডোবায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে কাছে খবর সকাল ৮টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের কপালে, গলায়, বুকে পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। তার পরিচয় জানা যায়নি। পরনে আকাশি রংয়ের গেঞ্জি ও ছাঁই রংয়ের প্যান্ট রয়েছে। ধারণা করা হচ্ছে দূবৃত্তরা তাকে হত্যার পর তার লাশ ওই জলাশয়ে ফেলে রেখে গেছে।

কোন মন্তব্য নেই