এক্সকোডঘোস্ট ম্যালওয়্যারে আক্রান্ত ১৩ কোটি আইওএস ব্যবহারকারী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এক্সকোডঘোস্ট ম্যালওয়্যারে আক্রান্ত ১৩ কোটি আইওএস ব্যবহারকারী


এক্সকোডঘোস্ট ম্যালওয়্যারের আক্রমণের শিকার ১২ কোটি ৮০ লাখ আইওএস ব্যবহারকারী। ২০১৫ সালে প্রথম এ ম্যালওয়্যার প্রযুক্তিজগতে উন্মুক্ত হয়। প্রথমে বেশকিছু আইফোন ও আইপ্যাডে এ ম্যালওয়্যার ছড়িয়ে দেয়া হয়। পরবর্তী সময়ে অ্যাপ স্টোরেও এটি ছড়িয়ে পড়ে। 


এপিক গেমস এবং অ্যাপলের মধ্যে যখন বিচার চলছিল, তখন প্রায় ১৩ কোটি ব্যবহারকারী আড়াই হাজারের মতো ম্যালওয়্যারে আক্রান্ত অ্যাপ ডাউনলোড করে। যেগুলো মূলত এক্সকোডের নকল ছিল।


মাদারবোর্ডের প্রতিবেদন অনুযায়ী, এ ২ হাজার ৫০০ অ্যাপ ২০ কোটিবারের বেশি ডাউনলোড করা হয়।


অ্যাপলের একজন কর্মকর্তা জানান, এক্সকোডঘোস্ট ম্যালওয়্যার আক্রান্তের মধ্যে চীনে ৫৫ শতাংশ এবং মোট ডাউনলোডের ৬৬ শতাংশও সেখান থেকেই হয়েছে।


অ্যাপলের অভ্যন্তরীণ ই-মেইলের তথ্যানুযায়ী মোট আক্রান্তের মধ্যে ১ কোটি ৮০ লাখ যুক্তরাষ্ট্রকেন্দ্রিক।

কোন মন্তব্য নেই