ব্লক মার্কেটে রোববার লেনদেনের শীর্ষে বেক্সিমকো - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্লক মার্কেটে রোববার লেনদেনের শীর্ষে বেক্সিমকো

 

চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৬ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয় ৫৮ টি কোম্পানি। এসব কোম্পানির ৪৫ কোটি ১৩ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।


তথ্য মতে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ৫৮ লাখ ৭৬ হাজার ৩৮১টি শেয়ার ১১৯ বার হাতবদল হয়েছে। এছাড়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১১ কোটি ৪৬ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন করেছে বেক্সিমকো লিমিটেড। যা ১৩টি ট্রেডে ১২ লাখ ৭১ হাজার ৩৩টি শেয়ার হাতবদল হয়েছে।


অপরদিকে ব্লক মার্কেটে সবচেয়ে কম লেনদেন করেছে সোনার বাংলা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। এটির লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকার বেশি। একটি ট্রেডে হাতবদল হয়েছে ৪ হাজার ৮০০টি শেয়ার।

কোন মন্তব্য নেই