সোমবার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সোমবার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি



 


সোমবার (২১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২৪ টির বা ৬০.২১ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আলিফ ইন্ডাস্ট্রিজের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আগের কার্যদিবস আলিফ ইন্ডাস্ট্রিজের ক্লোজিং দর ছিল ৩৬ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩৯ টাকা ৯০ পয়সা।

অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৬০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আলিফ ইন্ডাস্ট্রিজ ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইন্ট্রাকো ৯.৯৬ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৯.৭৮ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৯.৭১ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৯.৬৩ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৯.৬২ শতাংশ, খান ব্রাদার্স পিপি ব্যাগের ৯.৩২ শতাংশ, এএফসি এগ্রোর ৯.২৩ শতাংশ, গ্লোবাল হেবী কেক্মিক্যালের ৯.১৯ শতাংশ এবং রিং শাইনের ৯.০৯ শতাংশ দর বেড়েছে।



কোন মন্তব্য নেই