লকডাউনও ঘুরতে বের হয়ে ৭০ হাজার টাকা জরিমানা
করোনাভাইরাসের সংক্রমণরোধে কঠোর লকডাউনেও বিনা কারণে বাইরে ঘোরাফেরা করায় সিরাজগঞ্জে ৮৩ জনকে মোট ৭০ হাজার ৮৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৮ জুলাই) সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলা সদরসহ ৯টি উপজেলায় ১৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেন।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন জলা প্রশাসনের সহকারী কমিশনার (করোনা সেলের দায়িত্ব) মো. মাসুদুর রহমান।
তিনি জানান, সরকার ঘোষিত কঠোর লকডাউন মানাতে বুধবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণের নেতৃত্বে ১৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক না পড়াসহ বিভিন অভিযোগে ৭৫টি মামলা দায়ের করা হয়। এসব মামলার ৮৩ জনকে বিভিন্ন পরিমাণে মোট ৭০ হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়।
কোন মন্তব্য নেই