অলিম্পিকে স্বর্ণ জিতে কত পাচ্ছেন অ্যাথলেটরা? - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অলিম্পিকে স্বর্ণ জিতে কত পাচ্ছেন অ্যাথলেটরা?

 

অলিম্পিক গেমসের মতো বিশ্ব আসরে পারফরম্যান্সের যোগ্যতা অর্জন করাই একজন অ্যাথলেটের জন্য বড় সাফল্য। তার চেয়েও বড় সাফল্য হলো বিশ্বের সবচেয় বৃহৎ এবং জনপ্রিয় এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জেতা। 


জাপানের রাজধানী টোকিওতে চলমান অলিম্পিক গেমসে বিভিন্ন ইভেন্টে সেরা নৈপুণ্য দেখিয়ে প্রথম হওয়া তারকারা যে পদক পাচ্ছেন সেই স্বর্ণপদকের বর্তমান বাজার মূল্য কত?


টোকিও অলিম্পিকে পুরাতন ইলেকট্রনিক্স দ্রব্য দিয়ে পদক তৈরি করা হয়েছে। যে ইলেকট্রনিক্স দ্রব্য দিয়ে অলিম্পিক পদক বানানো হয়েছে তা জাপানের লোকজন দান করেছেন। জানা গেছে, পদক তৈরির জন্য ৬২ লাখ পুরাতন মোবাইল ফোন ব্যবহার করা হয়েছে। পদক তৈরিতে ব্যবহার করা হয়েছে ৩২ কেজি স্বর্ণ। 


টোকিও অলিম্পিকের প্রত্যেকটি স্বর্ণপদকের ওজন ৫৫৬ গ্রাম। রৌপ্য এবং ব্রোঞ্জপদকের ওজন ৫৫০ ও ৪৫০ গ্রাম। 


৫৫৬ গ্রাম স্বর্ণপদকে সর্বসাকুল্যে স্বর্ণ আছে মাত্র ৬ গ্রাম। বাকি ৫৫০ গ্রাম রুপা। 


সেই হিসাবে এক ভরি স্বর্ণের বর্তমান বাজার মূল্য ৭০ হাজার টাকা ধরা হলে ৬ গ্রাম স্বর্ণের দাম আসে প্রায় ৩৬ হাজার টাকা। আর এক ভরি রুপার বর্তমান মূল্য ১৫১৬ টাকা ধরা হলে ৫৫০ গ্রাম রুপার দাম আসে ৭১ হাজার ৫০০ টাকা। 


সেই হিসাবে একজন অ্যাথলেট টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জিতলে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৭ হাজার ৫০০ টাকা পেতে পারেন। 

কোন মন্তব্য নেই