খালে ভেসে উঠলো বিপন্ন প্রজাতির ডলফিন
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার খালে ভেসে উঠলো বিপন্ন তালিকাভুক্ত মৃত ডলফিন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছন্দারিয়া খালের রেলওয়ের ১৩ নম্বর ব্রীজের পাশে ভাটার সময় ওই মৃত ডলফিনটি দেখা যায়।
মৃত ডলফিনটি পৃথিবীর বিপন্ন তালিকাভুত্ত গাংগিয় গোত্রের। লম্বায় ৭ ফুটের উপরে তার বেড় ছিল প্রায় সাড়ে ৩ ফুট। আঘাত জনিত কারণে ডলফিনটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করলেন হালদা রিভার রিসার্চ ল্যারেটরির কোয়ার্ডিনেটর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্য বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মনজুরুল কিবরিয়া।
তিনি বলেন, ডলফিনটির গায়ে আঘাতের দাগ রয়েছে। এর পূর্বে স্থানীয়রা বিষয়টি উপজেলা নিবার্হী অফিসার নাজমুন নাহারকে অবহিত করেন।
বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার বলেন, বিষয়টি জানার পরে বন বিভাগ ও প্রাণী সম্পদ বিভাগ কে জাননো হয়। পরে বিষয়টি জানতে পেরে ছুটে আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্য বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মনজুরুল কিবরিয়া। তিনি জানান, বিকালে ডলফিনটির ময়না তদন্তের পরে মাটিতে পুতে ফেলা হয়েছে।
অধ্যাপক ড. মুহাম্মদ মনজুরুল কিবরিয়া, মৃত ডলফিনটি প্রাথিবীর বিপন্ন তালিকায় রয়েছে সমগ্র বিশ্বে ওই জাতীয় ডলফিন মাত্র এক হাজার থেকে ১২০০ টিকে আছে।
তিনি জানান, র্কণফূলীতে কোনো কারণে আঘাতে খেয়ে ওটি খালে ভেসে আসে। দুই-তিনদিন আগেই ডলফিনটি মারা গেছে। তিনি বলেন, এই পর্যন্ত হালদা ও কর্ণফূলী নদীতে ওই প্রজারি আরো ২৯টি ডলফিন মারা গেছে।
কোন মন্তব্য নেই