রামেক হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রামেক হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু

 

এছাড়া একজন করোনা নেগেটিভ হওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর ছয় জন, চাঁপাইনবাবগঞ্জের তিন জন, নাটোর, নওগাঁ ও পাবনার একজন রয়েছে। এই নিয়ে গত ৩৪ দিনে হাসপাতালের করোনা ইউনিটে ৪৬৯ জন মারা গেছেন। চলতি মাসের চার দিনে মারা গেছেন ৫৪ জন। রবিবার (৪ জুলাই) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য জানিয়েছেন।


তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ৭৭ জন করোনা রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪৮৫ জন চিকিৎসাধীন আছেন। 


গত একদিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও মেডিকেল কলেজের দু'টি ল্যাবে ৪৬৭ জনের নমুনা পরীক্ষায় ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। 

কোন মন্তব্য নেই