জেরুসালেমে তিশা বেআভ উৎসবের নামে আগুন নিয়ে খেলছে ইসরাইল : হামাস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জেরুসালেমে তিশা বেআভ উৎসবের নামে আগুন নিয়ে খেলছে ইসরাইল : হামাস

 

ফিলিস্তিনের হামাস ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, দেশটি তিশা বেআভ উৎসবের নামে আগুন নিয়ে খেলছে। শুক্রবার এমন হুঁশিয়ারি দেয়া হয়।


ইসরাইল তিশা বেআভ উৎসব উপলক্ষে ইহুদিদের মসজিদুল আকসায় প্রবেশ করার ও পুরনো জেরুসালেম শহরের দেয়াল প্রদক্ষিণ করার অনুমতি দেয়ায় হামাস এ হুঁশিয়ারি দেয়।


তিশা বেআভ উৎসব পালন করা হয় মূলত এমন দিনকে স্মরণ করে যখন জেরুসালেমের দু’টি ইহুদি মন্দির ধ্বংস করা হয়েছিল এবং ইহুদিদের ওপর আরো নানান বিপর্যয় এসেছিল।


ইসরাইল পূর্ব জেরুসালেমের পার্শ্ববর্তী অঞ্চল সিলওয়ান ও শেখ জাররাহ এলাকায় ফিলিস্তিনিদের ঘর-বাড়ি ধ্বংস ও পূর্বপরিকল্পিতভাবে ফিলিস্তিনিদের এলাকা ছাড়া করছে বলে এক বিবৃতিতে অভিযোগ করেছে হামাস। হামাস ইসরাইলের এসব আগ্রাসী কর্মকাণ্ডের ব্যাপক সমালোচনা করেছে।


ওই বিবৃতিতে হামাস নিশ্চয়তা দিয়ে বলেছে, তারা ইসরাইলকে মোকাবিলা করে যাবে। একইসাথে হামাস জেরুসালেমের মুসলিম যুবকদের আহ্বান করেছে পুরনো জেরুসালেম শহরের গেটে সমবেত হতে। এছাড়া শনিবার শুরু থেকেই সমগ্র জেরুসালেমে ছড়িয়ে পড়ে ইসরাইলকে প্রতিরোধ করতে আহ্বান জানায় এ সংগঠনটি।


হামাস পশ্চিমতীর ও আরব বংশোদ্ভূত ইসরাইলিদের আহ্বান জানিয়ে বলেছে, তারা যেন ঈদুল আজহার দিনে আল-আকসা মসজিদে যায়।


রোববার রাত থেকে ফিলিস্তিনে ঈদ-উল-আজহা শুরু হতে যাচ্ছে।


এর আগে ২০১৯ সালে ঈদুল আজহা ও তিশা বেআভ উৎসব একই দিনে হওয়ায় টেম্পল মাউন্ট বা আল-আকসা মসজিদ এলাকায় সমবেত ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে সঙ্ঘাত ছড়িয়ে পড়ে। এ সময় ৪০ ফিলিস্তিনি ও চার ইসরাইলি পুলিশ আহত হয়।


এদিকে বিভিন্ন উগ্রপন্থী ইহুদি সংগঠন ও ইম তিরজু পরিকল্পনা করছে শনিবার রাতে তিশা বেআভ উৎসব শুরু হওয়ামাত্রই তারা পুরনো জেরুসালেম শহরের দেয়াল প্রদক্ষিণ করবে।


সূত্র : দ্য জেরুসালেম পোস্ট

কোন মন্তব্য নেই