ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট
ঈদে ঘরমুখো মানুষের ঢল নামায় আজ শুক্রবার (১৬ জুলাই) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
শুক্রবার (১৬ জুলাই) ভোররাত থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতুপূর্ব হতে কালিহাতী উপজেলার পুংলি পর্যন্ত সড়কের ১৫ কিলোমিটার অংশে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। ফলে স্বাভাবিক গতিতে যান চলাচল করতে পারছে না। অপরদিকে গাড়িগুলো স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করায় পরিবহন সক্ষমতার চেয়ে যাত্রীর চাপ অনেক বেশি। ফলে গাড়ির জন্য ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় অপেক্ষা করছেন ঈদ যাত্রীরা। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নারী ও শিশুরা। এ ছাড়া কাঁচাপণ্য বহনকারী ট্রাকগুলো সময়মতো গন্তব্যে যেতে না পারায় সেসব পণ্য নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকেই।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, দেশে লকডাউন শিথিল হওয়ায় বৃহস্পতিবার থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পরিবহনের চাপ হঠাৎ বেড়ে গেছে। এতে স্বাভাবিক সময়ের চেয়ে মহাসড়কে দ্বিগুণ পরিবহন চলাচল করায় শুক্রবার রাত থেকে মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে যানজট নিরসন হবে।
কোন মন্তব্য নেই