১৮ বছরের বেশি বয়স হলে শিক্ষার্থীদের টিকা দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

১৮ বছরের বেশি বয়স হলে শিক্ষার্থীদের টিকা দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

 


শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে বয়সসীমা ১৮-তে নামিয়ে আনা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ১৮ বছরের বেশি বয়স্ক শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া হবে।


বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরে এক অনুষ্ঠানে জাহিদ মালেক এ মন্তব্য করেন।



এ ছাড়া ভার্চ্যুয়াল এ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী দেশের সরকারি হাসপাতালগুলোর ৭৫ শতাংশ বেড ও ৭৫ শতাংশ আইসিইউতে করোনা রোগী ভর্তি আছে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারলে সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয় হবে বলে মন্তব্য করেছেন।


পরিস্থিতি মোকাবিলায় জেলাপর্যায়ে আরো ৫ হাজার বেডের আইসোলেশন সেন্টার করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে লকডাউনের সুফল কিছুটা পেতে শুরু করেছি। রাজশাহী, খুলনা ও দিনাজপুরে রোগীর চাপ কমছে।


তিনি বলেন, দেশে এখনো ৪৫ লাখ ভ্যাকসিন মজুদ আছে। আরো ১ কোটি চায়নায় অর্ডার দেয়া আছে। প্রতিমাসে পালাক্রমে আসবে। আগামী মাসে ফাইজার ও অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিনও আসবে।


বর্তমানে একসাথে প্রায় তিন কোটি ডোজ ভ্যাকসিন সংরক্ষণের সক্ষমতা সরকারের আছে জানিয়ে জাহিদ মালেক বলেন, সংরক্ষণ সক্ষমতা বাড়াতে আরো কিছু ফ্রিজার কেনার প্রক্রিয়া চলমান রয়েছে।

কোন মন্তব্য নেই