উল্টো পথে চার খাত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

উল্টো পথে চার খাত



 

আগের দিনের ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবারও (২৯ জুলাই) উত্থান হয়েছে পুঁজিবাজারে। এদিন পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। একই সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। ডিএসইতে আজ লেনদেন হয়েছে ১ হাজার ৫২১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার। যা আগের দিনের চেয়ে ১৬০ কোটি ৪২ লাখ টাকা বেশি। কিন্তু লেনদেনের চাঙ্গা বাজারেও আজ উল্টো পথে হেঁটেছে প্রধান ৪ খাত। খাতগুলো হলো-বিমা, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য প্রযুক্তি এবং মিউচুয়াল ফান্ড খাত। প্রধান এই চার খাতে আজ লেনদেন কমেছে উল্লেখযোগ্য পরিমাণে।


বাজার সংশ্লিষ্টরা বলছেন, আলোচ্য চার খাতের বিনিয়োগকারীরা আজ মুনাফা তোলার মুডে ছিলেন। যে কারণে খাত চারটির শেয়ার দরও ছিল মন্দাভাব।




বিমা : বিমা খাতে আজ লেনদেন হয়েছে ১৩৬ কোটি ১০ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১৯১ কোটি ৩০ লাখ টাকা। আজ লেনদেন কমেছে ৫৫ কোটি ২০ লাখ টাকা।


বিদ্যুৎ ও জ্বালানি : জ্বালানি খাতে আজ লেনদেন হয়েছে ৫৭ কোটি ১০ লাখ টাকা আগেরদিন লেনদেন হয়েছে ৭৯ কোটি ৮০ লাখ টাকা।

আজ লেনদেন কমেছে ২২ কোটি ৭০ লাখ টাকা।


তথ্যপ্রযুক্তি খাত : তথ্যপ্রযুক্তি খাতে আজ লেনদেন হয়েছে ৩০ কোটি টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৫১ কোটি ৯০ লাখ টাকা। আজ লেনদেন কমেছে ২১ কোটি ৯০ লাখ টাকা।


মিউচুয়াল ফান্ড : মিউচুয়াল ফান্ড খাতে আজ লেনদেন হয়েছে ৪৭ কোটি ১০ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৬০ কোটি ৬০ লাখ টাকা। আজ লেনদেন কমেছে ১৩ কোটি ৫০ লাখ টাকা।



কোন মন্তব্য নেই