দুপুর পর্যন্ত গ্রেফতার ৪২৯, জরিমানা সাড়ে আট লাখের বেশি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দুপুর পর্যন্ত গ্রেফতার ৪২৯, জরিমানা সাড়ে আট লাখের বেশি

 

করোনার সংক্রমণ ঠেকাতে ১ জুলাই থেকে সাত দিনের কঠোর বিধি-নিষেধ চলছে দেশে। বিধি-নিষেধের চতুর্থ দিনে শুধু রাজধানীতে সড়ক পরিবহন আইনে জরিমানা করা হয়েছে আট লাখ ৬৯ হাজার ৫০০ টাকা। সেই সংগে গ্রেফতার করা হয়েছে ৪২৯ জনকে।


রবিবার (৪ জুলাই) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এসব জরিমানা ও গ্রেফতার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম।


তিনি জানান, রবিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বিধি-নিষেধ না মানায় মোট গ্রেফতার করা হয়েছে ৪২৯ জনকে। সেই সংগে ৩০৯টি গাড়ির বিরুদ্ধে জরিমানা করা হয়েছে আট লাখ ৬৯ হাজার ৫০০ টাকা।


তিনি আরও জানান, এই সময়ে রমনা বিভাগে ৩৬টি মামলায় জরিমানা করা হয়েছে এক লাখ ১৫ হাজার ৫০০ টাকা। লালবাগ বিভাগে ৪৯টি মামলায় জরিমানা করা হয়েছে এক লাখ ১৪ হাজার ৫০০ টাকা। মতিঝিল বিভাগে ২১টি মামলায় ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


এর আগে, লকডাউনের তৃতীয় দিন শনিবার রাজধানীতে সড়ক পরিবহন আইনে জরিমানা করা হয়েছে ১৯ লাখ ২২ হাজার ৫৫০ টাকা। এছাড়া মোবাইল কোর্ট জরিমানা করেছে এক লাখ ছয় হাজার ৪৫০ টাকা। এই সময় ৬২১ জনকে গ্রেফতার করা হয়।


লকডাউনের দ্বিতীয় দিনে মোবাইল কোর্টে জরিমানা করা হয় ২০৮ জনকে। এই সময় গ্রেফতার করা হয় ৩২০ জনকে। সেই সংগে গাড়ির বিরুদ্ধে ২১৯টি মামলায় জরিমানা করা হয় পাঁচ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা।


আর প্রথম দিনের লকডাউনে গ্রেফতার করা হয় ৫৫০ জনকে। এই সময় পরিবহনের বিরুদ্ধে ২৭৪টি মামলায় জরিমানা করা হয় চার লাখ ৬৩ হাজার ৫০ টাকা।

কোন মন্তব্য নেই