পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহে নামছে নগদ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহে নামছে নগদ




পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করবে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ। প্রতিষ্ঠানটি জিরো কুপন বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে প্রায় ৫০০ কোটি টাকা উত্তোলনের জন্য আবেদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে। কমিশন আবেদনটি বর্তমানে যাচাই-বাছাই করছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।


সূত্রমতে, বন্ডটির মেয়াদ হবে ৫ বছর। অর্থাৎ ৫ বছর পর ৫শ কোটি টাকার বন্ডটির আকার হবে সাড়ে ৭শ কোটি টাকা। নগদের বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে- রিডেমেনবল, নন-কনভার্টেবল অ্যান্ড জিরো কুপন বন্ড।


কুপন বন্ডটির সর্বোচ্চ রেট হবে শতাংশ।



যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট, স্বায়ত্বশাসিত করপোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের অনুকূলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটিতে ৩০ কোটি টাকা বিদেশি বিনিয়োগ রয়েছে।


এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সংবাদ মাধ্যমকে বলেন, নগদ বন্ডের মাধ্যমে অর্থ উত্তোলনের জন্য আবেদন করেছে। আমরা আবেদনটি যাচাই করছি। সব কিছু ঠিক থাকলে অনুমোদন দেওয়া হবে।



কোন মন্তব্য নেই