পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া সেই ফোন উদ্ধার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া সেই ফোন উদ্ধার

 

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের চুরি হওয়া ফোনটি উদ্ধার করেছে পুলিশ।


সোমবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মো. সাজ্জাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


এ বিষয়ে আজ দুপুরে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।


উল্লেখ্য, গত ৩০ মে রাজধানীর বিজয় সরণিতে ছিনতাইয়ের শিকার হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ১ জুন একনেক সভা শেষে ব্রিফিংয়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তার মোবাইল (আইফোন) ছিনতাইয়ের ঘটনাটি বর্ণনা করেন।

কোন মন্তব্য নেই