ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর করোনা শনাক্ত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর করোনা শনাক্ত


ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

 দুই ডোজ করোনার টিকা নেওয়া মন্ত্রীর মৃদু উপসর্গ দেখা দিয়েছে বলে আজ শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।


সাজিদ জাভিদ বলেছেন, শুক্রবার রাতে অস্বস্তি লাগায় তিনি করোনার একটি র‍্যাপিড টেস্ট করিয়েছেন। এই পরীক্ষায় পজিটিভ এসেছে। পিসিআর টেস্টের ফল আসার আগপর্যন্ত বাসায় আইসোলেশনে থাকবেন তিনি।


লন্ডনের সাবেক মেয়র সাজিদ জাভিদ গত জুনে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হন। করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি ভেঙে এক সহকারীকে চুমু খাওয়ায় সমালোচনার মুখে পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন আগের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। 


তখন অর্থমন্ত্রীর দায়িত্ব ছেড়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব পান পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদ।

কোন মন্তব্য নেই