সমস্যা কাটিয়ে লেনদেনে ফিরল ডিএসই - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সমস্যা কাটিয়ে লেনদেনে ফিরল ডিএসই



 

ট্রেডিং সফটওয়্যারে কারিগরি সমস্যা সমাধান করে লেনদেনে ফিরেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। প্রায় ১ ঘন্টা ২০ মিনিট বন্ধ থাকার পরে দুপুর সাড়ে ১২ টায় পূণ:রায় লেনদেন শুরু হয়েছে।


রবিবার (১৮ জুলাই) সকালে ডিএসইর ট্রেডিং সফটওয়্যারে কারিগরি সমস্যা দেখা দেয়। যাতে করে প্রায় সকাল ১১ টা ১০ মিনিটে বন্ধ হয়ে যায় লেনদেন কার্যক্রম।


এ বিষয়ে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোয়ারি  বলেন, আমাদের সফটওয়্যারের সিষ্টেমে সমস্যা দেখা দেয়। যা শুরুতে চিহ্নিত করতে পারি নাই। তবে দ্রুত লেনদেনে ফেরার জন্য আইটি টিম কাজ করে তা সমাধান করেছে। যাতে আবারও লেনদেন শুরু হয়েছে।


পূণ:রায় লেনদেন চালু হলেও তা দুপুর আড়াইটার পরিবর্তে সময় বাড়ানোর কথা চিন্তা করছে ডিএসই কর্তৃপক্ষ। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবে বলেও জানিয়েছে।


তবে ডিএসইর এ জাতীয় সমস্যা নতুন না। মাঝেমধ্যেই বিনিয়োগকারীদেরকে লেনদেনের সমস্যায় পড়তে হয়। আজ লেনদেন করতে না পারাসহ এর আগে স্টক এক্সচেঞ্জটির ওয়েবসাইটে লেনদেনসহ কোন কিছুই যথাসময়ে দেখতে না পারার ঘটনা ঘটেছে।


এর আগে গত ১৮ আগস্ট বিকালে ডিএসইর আপডেট ভার্সনের ওয়েবসাইট উদ্বোধনের পরেই বড় সমস্যায় পড়ে বিনিয়োগকারীরা। ওই উদ্বোধনের পরে ১৯ ও ২০ আগস্ট ভোগান্তিতে পড়েন বিনিয়োগকারীরা। আপডেট সাইটটি খুব ব্যবহারবান্ধব ও রেসপনসিভ হবে বলে জানানো হলেও ওই দুই দিন ভোগান্তিতে পড়েন তারা।


ওই ভোগান্তির কারনে গত ২৪ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. মুস্তাফিজুর রহমানকে আহবায়ক করে তদন্ত কমিটি করে বিএসইসি। যে কমিটি ১৪ সেপ্টেম্বর রিপোর্ট জমা দেয়।


ডিএসইর তথ্য ও প্রযুক্তি (আইটি) বিভাগের দূর্বলতা ও না বোঝার কারনে আপডেট সফটওয়্যার চালুর পরে ওয়েবসাইট নিয়ে ভোগান্তি হয়েছিল বলে জানায় তদন্ত কমিটি। তবে এক্ষেত্রে ডিএসইর ইচ্ছাকৃত কোন ভুল বা জালিয়াতি ছিল না বলেও কমিটি জানায়।




কোন মন্তব্য নেই