ইতিহাসের রেকর্ড অবস্থানে ডিএসইএক্স সূচক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০১৪ সালের ২৯ জানুয়ারি চালু হয় ডিএসইএক্স বা প্রধান সূচক। এরপর সূচকটি বহুবার উঠা-নামা করেছে। ডিএসইএক্স সূচকের তারতম্যের উপর পুঁজিবাজারের গতিবিধি নির্ভরশীল। সেই সূচক গত সাড়ে সাত বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছাল আজ রোববার। এদিন সূচকটি প্রায় ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৬৯ পয়েন্টে।
এর আগে রোববার ইতিহাস থেকে মাত্র ২৮ পয়েন্ট পিছিয়ে থেকে লেনদেন শুরু হয়। সকাল ১০টায় লেনদেন শুরুর পর ১৫ পয়েন্ট বেড়ে গেলে পরে সূচক কিছুটা কমে যায়। পরে ৬ হাজার ৩৩১ পয়েন্টে উঠে বেলা ১১টায়। তবে ১১টা ৯ মিনিটে ডিএসইতে কারিগরি জটিলতায় লেনদেন বন্ধ হয়ে যায়। এক ঘণ্টা ২০ মিনিট পর লেনদেন শুরু হয়।
এরপর সূচক কিছুটা কমে ৬ হাজার ৩১৪ পয়েন্টে নেমে আসে। এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ জানায়, লেনদেন আড়াইটার বদলে চলবে বেলা সাড়ে তিনটা পর্যন্ত চলবে।
লেনদেন শেষে ৫৭ পয়েন্ট বেড়ে ডিএসইএক্স সূচক দাঁড়ায় ৬ হাজার ৩৬৫ পয়েন্টে। বেলা দুইটা ২৬ মিনিটে সূচক পৌঁছে ছয় হাজার ৩৩৭ এ। সঙ্গে সঙ্গে ভেঙে যায় ২০১৭ সালের ২৬ নভেম্বরের রেকর্ড। সেদিন সূচক ছিল ছয় হাজার ৩৩৬ পয়েন্ট।
ডিএসইএক্স সূচক চালুর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের নাম ছিল ডিএসই সূচক। সেই সূচকের সঙ্গে তুলনায় করলেও পুঁজিবাজারের এই অবস্থানকে সাড়ে ১০ বছরের সর্বোচ্চ বলা যায়।
কোন মন্তব্য নেই