রোববার দর হ্রাসের শীর্ষে যেসব কোম্পানি
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৫টির বা ৫৭.৩৩ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সাউথবাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের (এসবিএসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস বৃহস্পতিবার সাউথবাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের (এসবিএসি)ক্লোজিং দর ছিল ২৪ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২২ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ২০ পয়সা বা ৮.৯৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে সাউথবাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক (এসবিএসি)ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা কনডেন্সড মিল্কের ৭.৯০ শতাংশ, সিএন্ডএ টেক্সটাইলের ৭.০৪ শতাংশ, ইমাম বাটকের ৬.৩৪ শতাংশ, ইসলামি ফাইন্যান্সের ৬.১৫ শতাংশ, মিথুন নিটিংয়ের ৬.১১ শতাংশ, শ্যামপুর সুগারের ৫.৫৬ শতাংশ, এক্সপ্রেস ইন্সুরেন্সের ৫.২১ শতাংশ, মেঘনা পেটের ৫.১২ শতাংশ এবং আইপিডিসির ৪.৮৭ শতাংশ দর কমেছে।

কোন মন্তব্য নেই