হোয়াটসঅ্যাপের এনক্রিপশন সুবিধা এবার ব্যাকআপেও
এবার থেকে হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকআপেও ব্যবহূত হবে এন্ড টু এন্ড এনক্রিপশন। ফলে আরো সুরক্ষিত হলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলা। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল ড্রাইভে ব্যাকআপ চ্যাট সেভ করেন, অ্যাপল অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা ব্যাকআপ চ্যাট সেভ করেন আইক্লাউডে। এবার থেকে সেই ব্যাকআপ হওয়া চ্যাটও সুরক্ষিত থাকবে এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে। খবর এনগ্যাজেট।
এন্ড টু এন্ড এনক্রিপশনের ফলে তৃতীয় কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির চ্যাট পড়তে পারবে না। নিয়মিত ব্যাকআপ চ্যাট এনক্রিপ্ট করা হবে। এতদিন শুধু হোয়াটসঅ্যাপের চ্যাট এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত করা হবে। এবার থেকে একটি ইউনিক র্যানডমলি জেনারেটেড কি বা চাবির মাধ্যমে এনক্রিপটেড থাকবে চ্যাট ব্যাকআপ। প্রয়োজনে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ম্যানুয়ালিও কি দিতে পারেন বা পাসওয়ার্ডের মাধ্যমে চ্যাটকে সুরক্ষিত রাখতে পারেন। অ্যাপের সেটিংসে গিয়েই চ্যাট ব্যাকআপের কি অথবা পাসওয়ার্ড সেট করা যাবে।
পাসওয়ার্ডের মাধ্যমে হোয়াটসঅ্যাপের চ্যাট সুরক্ষিত করার চেষ্টা করলে সেই কি ব্যাকআপেও স্টোর হবে। ব্যাকআপ অ্যাকসেস করার সময় সেই পাসওয়ার্ড দিয়ে ব্যাকআপ কি রিস্টোর করা যাবে। তবে ভুল পাসওয়ার্ড কয়েকবার দিলেই হার্ডওয়্যার সিকিউরিটি মডিউলে ব্যাকআপের অ্যাকসেস করা যাবে না।
কোন মন্তব্য নেই