টানা ১৭ বছর ভারতের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া গায়ক তিনি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

টানা ১৭ বছর ভারতের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া গায়ক তিনি


টানা ১৭ বছর ভারতের সর্বাধিক পারিশ্রমিক নেওয়া প্লেব্যাক শিল্পী তিনি। দীর্ঘ ক্যারিয়ারে ২ হাজার ৬৭৮টি গান করেছেন। একাধারে ছিলেন সফল গায়ক, অভিনেতা, প্রযোজক, পরিচালক ও সুরকার। হঠাৎ করেই ১৯৮৭ সালে হৃদ্‌রোগে মারা যান এই গায়ক। আজ সেই কিংবদন্তি গায়ক কিশোর কুমারের মৃত্যুবার্ষিকী।



কোরাস গায়ক হিসেবে বলিউডের বোম্বাই টকিজে ক্যারিয়ার শুরু করেন কিশোর কুমার। সেখানে কাজ করতেন তাঁর বড় ভাই অশোক কুমার। অশোক চাইতেন, কিশোর অভিনয় করুক। কিন্তু কিশোর কুমারের গোপন ইচ্ছা নায়ক নয়, গায়ক হবেন



 ২. হিন্দি সংগীতে তাঁর অনন্য ও অবিস্মরণীয় অবদানকে স্মরণীয় করে রাখতে মধ্যপ্রদেশ সরকার ‘কিশোর কুমার অ্যাওয়ার্ড’ নামে নতুন একটি পুরস্কার চালু করেছে। আইএমডিবির তথ্যমতে, কখনো গান গাওয়া, কখনো সুর বা গান লেখাসহ এক হাজারে বেশি সিনেমার গানের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। দীর্ঘ ক্যারিয়ার তিনি ৯৭টি সিনেমায় অভিনয় করেছেন। ৮টি সিনেমা পরিচালনা করেছেন। ৭টি সিনেমা প্রযোজনা করেছেন। একটি সিনেমার সহকারী পরিচালকও ছিলেন



‘হাফ টিকিট’ সিনেমার ‘একে সিধি লাগি দিল পে’ শিরোনামের ডুয়েট গানটিতে পুরুষ ও নারী—দুই কণ্ঠই দিয়েছিলেন কিশোর। নারী কণ্ঠটা লতা মঙ্গেশকরের দেওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তাঁকে পাওয়া না যাওয়ায় নারী কণ্ঠটিও কিশোর কুমারই দেন



‘চলতি কা নাম গাড়ি’ সিনেমায় ‘পাঁচ রুপিয়া বারো আনা’ শিরোনামের একটি গানে কিশোর কুমারের সঙ্গে নেচেছিলেন মধুবালা। সেখানে থেকে তাঁদের সখ্যের শুরু। সিনেমার এই নায়িকাকে জীবনের নায়িকা বানান। মধুবালা ছিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী। মধুবালাকে বিয়ে করার পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। বিভিন্ন সময়ে রুমা গুহঠাকুরতা, যোগিতা বালি ও লীনা চন্দ্রভারকর ছিলেন তাঁর স্ত্রী


শুটিংয়ে একবার অদ্ভুত এক কাণ্ড করেছিলেন কিশোর কুমার। সিনেমায় তাঁর দৃশ্যটা ছিল গাড়ি চালানোর। তিনি শুটিং সেট থেকে শুরু করলেন গাড়ি চালানো। চালাতে চালাতে শুটিংস্পট থেকে দূরবর্তী খান্ডালা চলে গেলেন। পরে অন্য গাড়ি গিয়ে তাঁকে ডেকে আনে। তখন তিনি বলেন, নির্মাতা কাট না বলায় তিনি থামেননি

 

কিশোর কুমারের দুই ছেলে অমিত কুমার ও সুমিত কুমার। তাঁরা দুই ভাই প্লেব্যাক সিঙ্গার


বিনা পারিশ্রমিকে কখনোই গান করেননি কিশোর কুমার। বেশির ভাগ সময়ই অগ্রিম অর্থ নিয়ে গান করতেন


জরুরি অবস্থার সময় কিশোর কুমারকে একবার রেডিওতে গান গাইতে বলা হয়েছিল। তিনি গান গাইতে অস্বীকৃতি জানান। পরে পুরো জরুরি অবস্থার সময়টাতেই তাঁর গান রেডিওতে নিষিদ্ধ ছিল


অমিতাভ বচ্চন একবার কিশোর প্রযোজিত একটি ছবিতে অভিনয় করতে অস্বীকার করেছিলেন। ফলে দুই তারকার মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল। পরে তাঁদের সম্পর্ক আবার ভালো হয়। তাঁর ১৩১টি গানে ঠোঁট মিলিয়েছিলেন অমিতাভ। সবচেয়ে বেশি রাজেশ খান্নার জন্য ২৪৫টি গান গেয়েছিলেন


লন্ডনের একটি শোতে প্রথমবার লতা মঙ্গেশকরের সঙ্গে গান করেন কিশোর কুমার। কে আগে স্টেজে উঠবেন, এই নিয়ে কিছুটা মধুর খুনসুটি হয়। কিশোর চাইতেন লতা আগে উঠুক। কারণ, তিনি তাঁর ১ মাস ২৪ দিনের বড়। কিন্তু লতা স্টেজে না গিয়েই কিশোরকে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে তাঁরা একসঙ্গে স্টেজে ওঠেন। সেদিন তাঁরা ৫টি করে গান করেছিলেন


 

কোন মন্তব্য নেই