এক নজরে ২১ কোম্পানির আর্থিক প্রতিবেদন
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ২১ কোম্পানি ৩০ সেপ্টেম্বর, ২০২১ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাটা সু, এশিয়া প্যানিফিক জেনারেল ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, পাইওনির ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, আইএফআইসি ব্যাংক, রূপালী ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, স্যোসাল ইসলামি ব্যাংক, বার্জার পেইন্ট, ইউনিয়ন ক্যাপিটাল, প্রাইম ব্যাংক, রূপালী ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ইসলামি ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড।
বাটা সুজ লিমিটেডের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) শেয়ার প্রতি লোকাসান হয়েছে ৮ টাকা ৩৬ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩৭ টাকা ৫৫ পয়সা।
এদিকে প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির লোকসান হয়েছে ১০ টাকা ৮০ পয়সা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৮৯ টাকা ২৩ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৫৪ টাকা ৬৪ পয়সা।
এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) শেয়ার প্রতি আয় হয়েছে ৫৩ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৫০ পয়সা।
এদিকে প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৫০ পয়সা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ টাকা ০১ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২২ টাকা ১৪ পয়সা।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) শেয়ার প্রতি আয় হয়েছে ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৫০ পয়সা।
এদিকে প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৮ পয়সা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৮ টাকা ২৪ পয়সা।
ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) শেয়ার প্রতি আয় (ইপিএস) আয় হয়েছে ৮৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৩৩ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ প্রথম ৯ মাসে (জানুয়ারি -সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ১৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিএস) হয়েছে ১৮ টাকা ৫৩ পয়সা।
পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেডের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) শেয়ার প্রতি আয় (ইপিএস) আয় হয়েছে ১ টাকা ৮৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৮১ পয়সা।
চলতি অর্থবছরের তিন প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৯৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৫ টাকা ৪৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিএস) হয়েছে ৪৯ টাকা ৪৩ পয়সা।
ট্রাস্ট ব্যাংক লিমিটেডের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ১ টাকা ৭৩ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৯০ পয়সা।
এদিকে প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির সমন্বিতভাবে ইপিএস হয়েছে ৩ টাকা ৯৩ পয়সা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩ টাকা ৭১ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৭ টাকা ৬৭ পয়সা।
লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৯৬ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৭৪ পয়সা।
এদিকে প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির সমন্বিতভাবে ইপিএস হয়েছে ১ টাকা ৬৭ পয়সা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৮৮ পয়সা।
আইএফআইসি ব্যাংক লিমিটেডের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৩৫ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২১ পয়সা।
এদিকে প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির সমন্বিতভাবে ইপিএস হয়েছে ১ টাকা ২৬ পয়সা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭২ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৫৬ পয়সা।
বার্জার পেইন্টস লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৯ টাকা ৫৭ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৪ টাকা ২৬ পয়সা।
এদিকে প্রথম দুই প্রান্তিকে অর্থাৎ ৬ মাসে (এপ্রিল-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ২৫ টাকা ৬৬ পয়সা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৬ টাকা ৫৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৫৮ টাকা ৪৪ পয়সা।
রূপালী ব্যাংক লিমিটেডের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৩৯ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩৩ পয়সা।
এদিকে প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩৭ পয়সা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪২ টাকা ২৭ পয়সা।
সাউথইস্ট ব্যাংক লিমিটেডের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৫৭ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৭৩ পয়সা।
এদিকে প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ১৩ পয়সা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ টাকা ৩৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৭ টাকা ৩৬ পয়সা।
স্যোসাল ইসলামি ব্যাংক লিমিটেডের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ২৭ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২৭ পয়সা।
এদিকে প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ৭৭ পয়সা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৮ টাকা ৬১ পয়সা।
ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ১ টাকা ৭০ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ২৩ পয়সা।
এদিকে প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির সমন্বিত লোকসান হয়েছে ২ টাকা ২৯ পয়সা।
আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ টাকা ৬৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১ টাকা ৮৪ পয়সা।
প্রাইম ব্যাংক লিমিটেডের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৪৬ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৪৬ পয়সা।
এদিকে প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ২৭ পয়সা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ০১ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৫ টাকা ৬২ পয়সা।
রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) শেয়ার প্রতি আয় হয়েছে ৫৩ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৫১ পয়সা।
এদিকে প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৯ পয়সা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৪৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৫৩ পয়সা।
রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৬৬ পয়সা।
এদিকে প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৭৮ পয়সা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪ টাকা ১৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬৮ টাকা ৫৭ পয়সা।
মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৩২ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৭৫ পয়সা।
এদিকে প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ১২ পয়সা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ১৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ০৬ পয়সা।
ইসলামি ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) শেয়ার প্রতি আয় হয়েছে ৭১ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৫৪ পয়সা।
এদিকে প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯৩ পয়সা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ২২ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ৩৬ পয়সা।
ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) শেয়ার প্রতি আয় হয়েছে ২০ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৫ পয়সা।
এদিকে প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭২ পয়সা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ০৬ পয়সা।
সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তৃতীয় প্রান্তিকে সমন্বিত ৩০ কোটি ৯ লাখ টাকার প্রিমিয়াম আয় হয়েছে, যা আগের বছর একই সময়ে ছিল ১৫ কোটি ১০ লাখ টাকা। ৯ মাসে কোম্পানির প্রিমিয়াম আয় বেড়েছে ৬৯ কোটি ৯২ লাখ টাকার। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ২২৩ কোটি ৬২ লাখ টাকা।
আগের বছর একই সময় কোম্পানিটি ৩২ কোটি ৩৪ লাখ টাকা প্রিমিয়াম আয় করেছিল এবং লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১২৭ কোটি ৬৮ লাখ টাকার।
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) শেয়ার প্রতি সমন্বিতভাবে আয় হয়েছে ০৫ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ০৫ পয়সা।
এদিকে প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির সমন্বিতভাবে ইপিএস হয়েছে ২৮ পয়সা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১১ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ২৯ পয়সা।
কোন মন্তব্য নেই