বিএসইসির প্রচারিত সংবাদ সঠিক নয়: কেন্দ্রীয় ব্যাংক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিএসইসির প্রচারিত সংবাদ সঠিক নয়: কেন্দ্রীয় ব্যাংক

 


বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) জারি করা ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড গঠন এবং পুঞ্জিভূত লোকসান বিদ্যমান থাকলেও সংশ্লিষ্ট বছরের মুনাফা হতে ক্যাশ ডিভিডেন্ড বিতরণের ক্ষেত্রে নোটিফিকেশন আইন সম্মত নয়। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বিএসইসির প্রতিনিধিদলের অনুষ্ঠিত বৈঠক নিয়ে যে সংবাদ প্রচার করা হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


বুধবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্স এর মহাব্যবস্থাপক (সহকারী মুখপাত্র, বাংলাদেশ ব্যাংক) জি.এম. আবুল কালাম আজাদ এর স্বাক্ষরে এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তিগণমাধ্যমে প্রেরণ করা হয়।




সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর এ.কে.এম সাজেদুর রহমান খান এর সভাপতিত্বে নভেম্বর ৩০,২০২১ তারিখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের একটি প্রতিনিধি দলের সাথে পূর্বনির্ধারিত সভা বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত হয়। সভায় বিএসইসি এর উদ্যোগে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড গঠনের ফলে তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সৃষ্ট জটিলতা নিরসন এবং পুঞ্জিভূত লোকসান বিদ্যমান থাকলেও সংশ্লিষ্ট বছরের মুনাফা হতে নগদ লভ্যাংশ বিতরণের বিষয়ে আলোচনা হয়।


সভায় ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৩৫(১)(গ) ধারা ও ২২ ধারা এবং আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১০ ধারার বিষয়গুলো ব্যাখ্যাপূর্বক ক্যাপিটাল মার্কেট ফান্ডে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের অদাবিকৃত তহবিল স্থানান্তরের এবং পুঞ্জিভূত লোকসান বিদ্যমান থাকলেও সংশ্লিষ্ট বছরের মুনাফা হতে নগদ লভ্যাংশ বিতরণের বিষয়টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আইন সম্মত নয় বলে বিএসইসি প্রতিনিধি দলকে অবহিত করা হয় এবং এতদবিষয়ে বিএসইসির নোটিফিকেশন প্রয়োজনীয় সংশোধন আনয়নের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়।




এছাড়াও সভায় পুঁজিবাজারে তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের বিনিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এবং আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩ এ পুঁজিবাজারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠাসমূহের বিনিয়োগের বিষয়ে বিদ্যমান কতিপয় আইনী সীমাবদ্ধতার বিষয়ে বিএসইসির প্রতিনিধিদলকে ষ্পষ্টীকরণ করা হয়; তবে এসকল বিষয়ে কোন সিদ্ধান্ত গৃহীত হয়নি। সভাশেষে বিএসইসির প্রতিনিধির বরাদ দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে উক্ত সভার কতিপয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের যে সংবাদ প্রচার করা হয়েছে তা সঠিক নয়।

কোন মন্তব্য নেই