আফগানিস্তানে ভূমিকম্প : নিহত ২৬ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আফগানিস্তানে ভূমিকম্প : নিহত ২৬

 

আফগানিস্তানে পশ্চিমাঞ্চলীয় বাগদিশ প্রদেশে ভয়াবহ এক ভূমিকম্পে অন্তত ২৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো অনেকে। ৫.৩ মাত্রার ভূমিকম্পটির ফলে সাত শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।


প্রদেশটির মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি সংবাদ সংস্থাগুলোকে বলেন, বাড়ির ছাদ ধসে পড়ায় ওই লোকগুলো প্রাণ হারিয়েছে।

তিনি বলেন, নিহতদের মধ্যে পাঁচ নারী ও চার শিশু রয়েছে।

তিনি বলেন, প্রবল বৃষ্টির কারণে উদ্ধারকাজ বিঘ্ন ঘটছে।

উল্লেখ্য, তুর্কমেনিস্তান সীমান্ত-সংলগ্ন প্রদেশটি বেশ গরিব এলাকায়।


সূত্র : আল জাজিরা

কোন মন্তব্য নেই