ছয় বছরে প্রথমবার কমল চীনের ইস্পাত উৎপাদন
সংশ্লিষ্টরা জানান, চীন কার্বন নিঃসরণ কমাতে গত বছর অপরিশোধিত ইস্পাত উৎপাদনে নিয়ন্ত্রণ আরোপের পদক্ষেপ নেয়। পাশাপাশি নজিরবিহীন বিদ্যুৎ সংকট থেকে উত্তরণের লক্ষ্য বাস্তবায়নও এ পদক্ষেপের অন্যতম কারণ।
চীন বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক দেশ। গত বছর দেশটি ১০ লাখ ৩০ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করে। ২০২০ সালের তুলনায় উৎপাদন ৩ শতাংশ কমেছে। ওই বছর দেশটি ১০ লাখ ৬৫ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছিল।
তথ্য বলছে, ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় চীন। এ লক্ষ্য বাস্তবায়নে গত বছরের শুরুতেই খাতসংশ্লিষ্টদের ২০২০ সালের তুলনায় কম ইস্পাত উৎপাদন করতে বলে দেশটির সরকার। তবে অবকাঠামো নির্মাণ ও শিল্প খাতে ঊর্ধ্বমুখী চাহিদার কারণে বছরের প্রথমার্ধে এ লক্ষ্য বাস্তবায়নে অনিশ্চয়তা তৈরি হয়। এ সময় ধাতুটির উৎপাদন ২০২০ সালের তুলনায় প্রায় ১২ শতাংশ বেড়ে যায়। তবে বছরের শেষার্ধে উৎপাদনে লাগাম টেনে ধরতে সক্ষম হন সংশ্লিষ্টরা।
কোন মন্তব্য নেই