গেমারদের সতর্ক করল নিনতেন্দো
অনলাইনে ভুয়া ওয়েবসাইট থেকে কম মূল্যে সুইচ ডিভাইস কেনার বিষয়ে গেমারদের সতর্ক করেছে নিনতেন্দো। বেশকিছু ওয়েবসাইটে অনেক কম দামে সুইচ ডিভাইস বিক্রির তথ্য পাওয়ার পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ সতর্কবার্তা দেয়া হয়। খবর টেক রাডার।
প্রতিষ্ঠানটি তাদের জাপানিজ ওয়েবসাইট সিলিকনএরা এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়, একটি ক্ষতিকর ওয়েবসাইট নিনতেন্দোর নাম ও লোগো ব্যবহার করে অফিশিয়াল বিক্রেতা পরিচয় দিচ্ছে। সেই সঙ্গে উল্লেখযোগ্য ছাড়ে নিনতেন্দোর ওলেড মডেলের মতো ডিভাইস বিক্রির কথা বলছে।
বিবৃতিতে আরো বলা হয়, কেউ যদি ভুয়া ওয়েবসাইট থেকে পণ্য কেনেন তাহলে তিনি বা তারা ব্যক্তিগত তথ্য জালিয়াতির শিকার হতে পারেন। আমাদের ওয়েবসাইট বলে যারা কার্যক্রম পরিচালনা করছে তাদের ব্যাপারে সতর্ক হোন এবং কোনো ভুয়া ওয়েবসাইট থেকে ডিভাইস কিনবেন না।
কোন মন্তব্য নেই